Ajker Patrika

নির্মাণের দুই মাসেই ধসে পড়ল গাইডওয়াল

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২১
নির্মাণের দুই মাসেই ধসে পড়ল গাইডওয়াল

পিরোজপুরের কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের গাইডওয়াল নির্মাণের দুই মাসেই ধসে পড়েছে। অপরিকল্পিতভাবে নির্মাণের ফলে ধসে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা গেছে, কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ও রাস্তার ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে ১০ টন কাবিখা বরাদ্দ দিয়ে স্থানীয় মজনু রাজমিস্ত্রির ধারা ওই গাইডওয়াল তৈরি করা হয়। গত বুধবার দুপুরে মেশিনের সাহায্যে বালু ফেলার সময় গাইডওয়ালের মূল অংশ ভেঙে পড়ে। রাজমিস্ত্রি মজনু বলেন, গাইডওয়াল করার জন্য ঠেক দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মাঠের ভেতর তা না দেওয়ায় এই গাইডওয়াল ভেঙে পড়েছে।

এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, কাজটি ইউপির কাবিখা প্রকল্পের আওতায় চলমান আছে। এই প্রকল্পের সিপিসকে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। তবে, প্রথমে বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানার জন্য বলেন।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিক কল করেও তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অতিরিক্ত গতিতে বালু ভরাট করার সময় ওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। তবে আবার ঠিক করে দেওয়া হবে। কাজ চলমান আছে। কাজের পরিপূর্ণ বিল দেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত