Ajker Patrika

প্রধান শিক্ষকের অপসারণ দাবি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
প্রধান শিক্ষকের অপসারণ দাবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন ওই স্কুলের গভর্নিং বডির সভাপতি ও অভিভাবকেরা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নে ওই বিদ্যালয়ে মানববন্ধন হয়।

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম কমিটির সঙ্গে কোনো প্রকার পরামর্শ না করে নিজের ইচ্ছেমতো সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয় করেন। বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের পরামর্শ দিলে উনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিদ্যালয়ে ক্রয় কমিটি আছে। কিন্তু প্রধান শিক্ষক কমিটির তোয়াক্কা না করে নিজেই কেনেন।’

জাহিদ হাসান আরও বলেন, ‘প্রধান শিক্ষক স্লিপের টাকা ম্যানুয়ালি ব্যয় না করে তা দিয়ে সিসিটিভি ক্যামেরা ক্রয় করে বিদ্যালয়ে স্থাপন করেন। এতে আপত্তি জানালে উনি সাংবাদিক দিয়ে ফোনের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেন।’

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটা বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করার কথা। তবে তিনি (প্রধান শিক্ষক) তা আমলে নেননি। এছাড়া তাঁর আচার-আচরণ, কথাবার্তা, গতিবিধি সবকিছুতেই অসৌজন্যমূলক। মানববন্ধনে তাঁরা এই প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত