Ajker Patrika

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ০৪
ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার দুপুরে উপজেলার মুছাপুরে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন নুরুল হক ও জসু।

ওই নারীর অভিযোগ, নুরুল হক ও জসু নিয়মিত তাঁর বাড়ির সামনে মাদক সেবন করতেন। কিছুদিন আগে বিরক্ত হয়ে তাঁদের অন্যত্র মাদক সেবন করতে বলেন ওই নারী। এ নিয়ে কথাকাটাকাটি হয় তাঁদের মধ্যে। বুধবার সকালে ওই নারী তাঁদের মাদক আসরের জায়গা নষ্ট করে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল হক ও জসু ঘরের দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। তাতে ব্যর্থ হয়ে তাঁর গলায় ওড়না ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তাঁরা।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত