Ajker Patrika

দুই বছরেও হলো না নির্বাচন

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ৪০
দুই বছরেও হলো না নির্বাচন

বিশ্বনাথ পৌরসভা গঠিত হওয়ার দুই বছর পার হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।

ওয়ার্ড বিভক্তি চূড়ান্তকরণের পর তা গেজেট আকারে প্রকাশে বিলম্ব ও ভোটার তালিকা প্রণয়ন না হওয়ায় নির্বাচন আটকে আছে বলে সংশ্লিষ্টরা জানান।

২০১৯ সালের ২১ অক্টোবর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পৌরসভা গঠিত হওয়ার পর ওই বছরের ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২৬ মাস পর চলতি বছরের ৪ঠা জানুয়ারি উপজেলা পরিষদের সরকারি একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিশ্বনাথ পৌরসভার।

পৌরসভার নাগরিক দিলোয়ার হোসেন বলেন, পৌরসভা গঠিত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও পৌর এলাকার প্রায় সবগুলো সড়কই ভাঙাচোরা অবস্থায় আছে। এর মধ্যে বিশ্বনাথ-হাবড়া, বিশ্বনাথ জানাইয়া গেট-মুফতিরগাঁও স্কুল সড়ক ও বিশ্বনাথ পৌরশহর-খাজাঞ্চী সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। পাড়া-গ্রামের অনেক সড়কেরও একই অবস্থা।

বাসিয়া নদী রক্ষা ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খান বলেন পৌর শহরে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ময়লা ফেলারও নির্দিষ্ট জায়গা নেই। নতুন-পুরোনো দুই বাজারের বেশির ভাগ ফুটপাত বেদখলে থাকা, সড়কের ওপরে গাড়ির স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় যানজটের। পৌরশহরের অনেক এলাকায় প্রভাবশালীদের দখলে রয়েছে সরকারি ভূমি, নদীপাড় ও খাল। অনেক এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট। শহরের কোথাও নাগরিকদের জন্য নেই চিত্তবিনোদনের ব্যবস্থা। এসব সমস্যা-সংকট নিরসন ও পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি।

বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, গেজেট পুনর্বিন্যাসের কাজ চলছে। এরপর ভোটার তালিকা প্রণয়ন হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত