Ajker Patrika

আগামীকাল শুরু হচ্ছে ফুটসাল প্রতিযোগিতা

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
আগামীকাল শুরু হচ্ছে ফুটসাল প্রতিযোগিতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড’-এর আয়োজনে ফুটসাল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল শুক্রবার। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, ঢাকার আসিয়ান সিটির মেট্রোপ্লেক্সে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অংশ নেবেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

খেলা উৎসবমুখর ও প্রাণবন্ত করার লক্ষ্যে সব সাস্টিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন। এ ছাড়া প্রতিযোগিতায় যাঁরা সহযোগিতা করেছেন ও স্পনসর হিসেবে রয়েছে তাদের ধন্যবাদ জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত