Ajker Patrika

ঝিলিকের নামে নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নতুন গান গাইলেন সেরাকণ্ঠ তারকা ঝিলিক। তাঁর নামেই গানের শিরোনাম ‘ঝিলিক’। আজ রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। ‘ঝিলিক’ গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মিলন মোহাম্মদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

নতুন গান প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘রঙ্গন মিউজিকের জামাল ভাই সংগীত অঙ্গনে আমার অভিভাবক। তাঁর অনুপ্রেরণা আর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে গানটি। আমার নামে গান হওয়ায় এটা আমার ক্যারিয়ারের বিশেষ গান হয়ে থাকবে। গীতিকার জামাল ভাই একদিন হঠাৎ করে বললেন, আমার নাম নিয়ে গান লিখেছেন।

ঝিলিক। ছবি: সংগৃহীতআমরা গান নিয়ে বসলাম, কথাগুলো খুব ভালো লাগল আমার। নিজের নামে সুন্দর একটা গান হওয়ায় আনন্দের সীমাটা যেন ছড়িয়ে গেল। সৈকত ভাইকে ধন্যবাদ সুন্দর একটা মিউজিক ভিডিওর জন্য এবং আমাকে নাচতে দেওয়ার জন্য। আমি গানের সঙ্গে একটু নাচতে পছন্দ করি।’

গীতিকার জামাল হোসেন বলেন, ‘ঝিলিককে আমরা রঙ্গন মিউজিক পরিবারের সদস্য মনে করি। অনেক গান করেছি তাঁর। হঠাৎ করেই মনে হলো, ঝিলিক শিরোনামেই হতে পারে ঝিলিকের নতুন গান। সেই ভাবনা থেকেই এই গানের জন্ম। মিলন মোহাম্মদের সুরটাও পারফেক্ট মনে হয়েছে গানটির জন্য। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’ ঝিলিক জানালেন, নতুন আরও কিছু গান নিয়ে কাজ চলছে। সব গানই জামাল হোসেনের লেখা। গানগুলোও রঙ্গন থেকেই প্রকাশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত