Ajker Patrika

যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রের মোড়কে প্রার্থী চূড়ান্ত জামায়াতের

যশোর প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮: ৫৪
যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রের মোড়কে প্রার্থী চূড়ান্ত জামায়াতের

যশোরে দীর্ঘদিন জামায়াতের প্রকাশ্য কোনো তৎপরতা ছিল না। তবে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আবার প্রকাশ্যে আসতে চাইছে দলটি। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন হারানো দলটি এবার স্বতন্ত্রের মোড়কে জেলার আটটি উপজেলার মধ্যে সাতটিতে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি উপজেলার ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চূড়ান্ত হওয়া প্রার্থীরা ইতিমধ্যে সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। প্রার্থিতা জানান দিয়ে বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে পোস্টারও। তবে দলীয় কৌশল হিসেবে এসব পোস্টারে দলীয় পদপদবি উল্লেখ করেননি সম্ভাব্য প্রার্থীরা।

জামায়াত সূত্রে জানা গেছে, শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জামায়াত নেতা তবিবর রহমান জাহাঙ্গীরকে। আর ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ফারুক হাসান।

ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলটির নেতা জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আমির হারুন অর রশীদ।

চৌগাছা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সংগঠনটির উপজেলা আমির গোলাম মোর্সেদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শাহিনা খাতুন।

মনিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী জেলা শুরা সদস্য অধ্যাপক ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আমির লেয়াকত আলী। বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা গোলাম রসুল, অভয়নগরে উপজেলা আমির অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আমির মাওলানা আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান অ্যাডভোকেট ওজিয়ার রহমান।

সরেজমিনে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ ও অ্যাডভোকেট ওজিয়ার রহমানের পোস্টার দেখা গেছে। নিজেরা জামায়াতের পদধারী নেতা হলেও পোস্টারে তা উল্লেখ নেই। অন্য উপজেলাতে পোস্টার বা লিফলেট চোখে না পড়লেও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জামায়াত নেতারা। দলটির নারী কর্মীরাও বসে নেই। পাড়া-মহল্লায় প্রচার চালাচ্ছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত