Ajker Patrika

কম আইইএলটিএস স্কোর নিয়ে নেদারল্যান্ডসে পড়ার সুযোগ

মুসাররাত আবির
কম আইইএলটিএস স্কোর নিয়ে নেদারল্যান্ডসে পড়ার সুযোগ

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নেদারল্যান্ডস শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। এখানকার অসংখ্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের কোর্স ও স্কলারশিপ অফার করে থাকে। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়। 

ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় হান বিশ্ববিদ্যালয় ‘হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কলারশিপ-২০২৩’ প্রোগ্রামটি অফার করে থাকে। এর আওতায় সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে। স্কলারশিপটি মূলত ভালো ফল ও অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। নেদারল্যান্ডসের বৃহত্তম এবং সেরা বিশ্ববিদ্যালয়ের একটি হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস। বিশেষ করে ফলিত বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে এর চাহিদা সর্বজনস্বীকৃত। 

সুযোগ-সুবিধা

  • প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার ইউরো প্রদান করা হবে। 
  • পরবর্তী সেমিস্টারগুলোর জন্য প্রতিবছর শিক্ষার্থীদের ২ হাজার ৫০০ ইউরো করে দেওয়া হবে। 
  • তবে স্কলারশিপটি চলমান রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ৪৫ ক্রেডিট ধরে রাখতে হবে। 

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
স্নাতক প্রোগ্রাম: 

  • অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • এম্বেডেড ইঞ্জিনিয়ারিং
  • ইন্টারন্যাশনাল বিজনেস
  • লাইফ সায়েন্স
  • পদার্থবিজ্ঞান
  • কমিউনিকেশন
  • ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক

মাস্টার্স প্রোগ্রাম: 

  • ইঞ্জিনিয়ারিং সিস্টেম
  • কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং
  • অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
  • মলিকুলার লাইফ সায়েন্স
  • লিন ইঞ্জিনিয়ারিং
  • সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং
  • এম্বেডেড ইঞ্জিনিয়ারিং

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে বিগত পরীক্ষাগুলোতে ভালো ফলধারী হতে হবে। 
  • আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ থাকতে হবে। 
  • টোয়েফল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়া

  • প্রথমে হান বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে। ভর্তির পর বিশ্ববিদ্যালয় আপনাকে স্কলারশিপে আবেদনের জন্য ই-মেইল করবে। 
  • হান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কীভাবে আপনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন, তা বর্ণনা করে একটি মোটিভেশনাল লেটার আপলোড করতে হবে। 
  • সঠিক ফরম্যাটের সিভি আপলোড করতে হবে। 
  • তিন মিনিটের একটি শর্ট ভিডিও দিতে হবে। 
  • ভিডিওতে নিজেকে নিয়ে কথা, আপনার শখ কী, জীবনের লক্ষ্য কী, সমাজে কেমন ভূমিকা রাখতে চান, কেন এই বিষয়ে পড়াশোনা করছেন এবং আপনি কী কী বিষয়ে পারদর্শী ইত্যাদি উল্লেখ করতে হবে। 
    ওয়েবসাইট: আবেদনের শেষ সময়: এপ্রিল ২০২৩

 অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত