Ajker Patrika

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৬
বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গাজীপুরে ডেকে এনে আটকে রেখে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার ডেমনামারা গ্রামের খোকন বিশ্বাস ওরফে শান্ত (৩৭), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মহেশপুর গ্রামের নাজমুল ইসলাম আকন্দ (৩০) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়াই পাড়া গ্রামের খোকন আলী (৩৭)।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, গ্রেপ্তার শান্তর সঙ্গে ঢাকার আশুলিয়া এলাকায় একটি কলেজে অনার্সে অধ্যয়নরত এক ছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাসের এ সম্পর্কের সূত্র ধরে গত ১২ জানুয়ারি ওই ছাত্রী শান্তর সঙ্গে দেখা করতে আসেন। পরে শান্ত তাঁকে মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।

ওসি বলেন, সেখান থেকে সুযোগ পেয়ে গত ১৯ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী পালিয়ে যান। পরে আসামিদের নাম, ঠিকানা সংগ্রহ করে গত মঙ্গলবার কোনাবাড়ী থানায় মামলা করেন। পরে রাতেই শান্ত ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ