Ajker Patrika

কাউখালীতে সংঘর্ষে আহত ১০

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০২
কাউখালীতে সংঘর্ষে আহত ১০

পিরোজপুরের কাউখালীতে মসজিদে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার চর-বাসুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাই সোহেল ও জুয়েলকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহতদের কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চর বাসুরি গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মিলন হোসেন (২৮), মো. আলম হাওলাদার (৩৪), মো. ফোরকান হোসেন হাওলাদার (৩৮) এবং একই গ্রামের মহিদুল (৪২), মুন্না হাওলাদার ( ১২), বেলাল হোসেন (৩৮), জাহানারা বেগম (৩৭), মুন্নি বেগম (৩০), সোহেল হোসেন (২৮) ও ফজলু হোসেন (৫৫)। এদের মধ্যে সোহেল হোসেনকে পুলিশ প্রহরায় কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. বনি আমিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাউখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হামলাকারী দুই ভাই সোহেল ও জুয়েলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত