Ajker Patrika

ঈদে চঞ্চল-শাওনের নতুন গান

ঈদে চঞ্চল-শাওনের নতুন গান

অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানে বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে দুজনের গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার ঈদেও একই প্ল্যাটফর্মে দ্বৈত গান নিয়ে আসছেন চঞ্চল ও শাওন।

‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’—জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী এবার গাইবেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি। নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সুর ও সংগীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ।

‘ঢাকা শহর আইসা আমার’ গানটি নতুন করে গাওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই গান শুধু গাওয়ারই বিষয় ছিল না, ছিল অভিনয়, ছিল অভিব্যক্তির বিষয়। আগের দিনের আবেগ অনুভূতি পাবেন শ্রোতারা। আগের প্রজন্মের সঙ্গে বর্তমানের প্রজন্মের যোগসূত্র তৈরির চেষ্টা করেছি। শাওনের সঙ্গে গানে আমার একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। এই গানেও নতুন করে কেমিস্ট্রির ফলটা পাবেন।’

শাওন বলেন, ‘মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গানটি আমরা সরাসরি গেয়েছি। আমি আর চঞ্চল ভাই মেকআপ রুমে বসেই প্ল্যান করি যে আমরা এই গানের সঙ্গে নাচব। গানে গানে দ্বৈত নৃত্য নতুন ব্যাপার। আমরা খুব মজা করতে করতেই কাজটি করেছি। ছোটবেলা থেকে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান পারিবারিক আড্ডায় গেয়েছি। কিন্তু আয়োজন করে এবারই প্রথম গাওয়া।’

চাঁদরাতে আইপিডিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁদের গাওয়া গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত