Ajker Patrika

বিশ্বে প্রতিবছর ৭ লাখ মানুষের মৃত্যু হচ্ছে

দিনাজপুর প্রতিনিধি
বিশ্বে প্রতিবছর ৭ লাখ মানুষের মৃত্যু হচ্ছে

জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ। তবে অপ্রয়োজনে এর ব্যবহার অ্যান্টিবায়োটিকরোধী জীবাণু তৈরিতে সাহায্য করে, যা মানব দেহে অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত। এর অপব্যবহারে বিশ্বে প্রতিবছর ৭ লাখ মানুষ মারা যায়। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক অবহিতকরণ সভায় এসব কথা বলেন দিনাজপুরের সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।

নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বোরহান-উল-ইসলাম সভাপতিত্ব করেন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ফজলুর রহমান। তথ্য প্রদর্শনে অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা কাওসার আহমেদ (রোগ নিয়ন্ত্রণ)।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শুধু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ রোগীদের সরবরাহ করা যাবে না।অ্যান্টিমাইক্রোবিয়ালের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এই জন্য দরকার জনসচেতনতা সৃষ্টি করা। ভবিষ্যতে সুস্থ জাতি গড়তে অ্যান্টিমাইক্রোবিয়াল রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে আসতে এখন থেকেই এই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মো. ওয়াহেদুল হক, খতিব সফিউর রহমান, শিলাদিত্য শীল, দিনাজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন, দিনাজপুর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরজ উল্লাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত