Ajker Patrika

ঢাকায় ‘১৯৭১ সেইসব দিন’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
ঢাকায় ‘১৯৭১ সেইসব দিন’

হৃদি হক নির্মাণ করছেন অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’। বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ঠাকুরগাঁও জেলার একটি গ্রামে। গত ২৬ সেপ্টেম্বর শুটিং শেষের ঘোষণা দিলেও নতুন করে বেশ কিছু দৃশ্যের শুটিং করলেন নির্মাতা ও অভিনেত্রী হৃদি হক। তবে এবার ঢাকায়। ছবির গল্পে হৃদি হকের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তাই গল্পের প্রয়োজনেই ক্লাসরুম থেকে শুরু করে শুটিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু লোকেশনে।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’। ১৫ জানুয়ারি শুটিং করেছেন ফেরদৌস। তাঁর সম্পর্কে হৃদি বলেন, ‘ছবির গল্পভাবনা আমার বাবা ড. ইনামুল হকের। তাঁর জীবদ্দশায় ছবির কাজ শুরু করেছিলাম। ফেরদৌস ভাই অনবদ্য অভিনয় করেছেন। বিশেষ দিন দেখে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।’

ফেরদৌস বলেন, ‘আমার কাছে গল্প, চিত্রনাট্য ও হৃদির নির্মাণশৈলী ভীষণ ভালো লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে শুটিং করতে গিয়ে পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত