Ajker Patrika

ধামইরহাটে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ধামইরহাট প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৭
ধামইরহাটে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে মতিষ পাহান (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের মৃত শুকরা পাহানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিষ পাহান গত রোববার বিকেলে আত্রাই নদীর পশ্চিম পাশে শিমুলতলী সেতুর প্রায় ৪১০ গজ উত্তর দিকে মাছ ধরছিলেন। একপর্যায়ে তিনি নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গতকাল সোমবার ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে অভিযান চালায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, ‘ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত