Ajker Patrika

১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রাশেদ কামাল, কালিয়া (নড়াইল)
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় নড়াইলের কালিয়ায় ১০ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ৯ আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছেন জেলা নেতারা বলে দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।।

গত ১৪ ও ১৫ নভেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিধির ৪৭ এর ঠ অনুচ্ছেদের আওতায় যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুল হাসান কায়েস, কালিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মল্লিক মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা পুরুলিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকাতুর রহমান, বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র বিদ্রোহী উপজেলা যুবলীগের নেতা মোজাম্মেল হোসেন, সালামাবাদ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. মাহাবুর রহমান, হামিদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র বিদ্রোহী ওই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি গোলাম মহম্মাদ ও চাঁচুড়ী ইউনিয়নের স্বতন্ত্র বিদ্রোহী ইউনিয় পরিষদের যুবলীগ নেতা মো. তৌরুত মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. মেলজার হোসেন ভুঁইয়া ও হায়দার মোল্লা।

অপরদিকে নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত অপর এক চিঠিতে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় উপজেলার আরও ৯ নেতা কর্মীকে বহিষ্কারের সুপারিশ তাঁরা কেন্দ্রে পাঠিয়েছেন বলে জানা গেছে।

যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. সেলিম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. বিউটি আক্তার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সদস্য মো. ইব্রাহিম শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিখিল চন্দ্র দাশ ও এস এম হাদিউর রহমান, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান।

উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলাম মনি বলেছেন, তিনি দল থেকে বহিষ্কারের কোনো চিঠি এখন পর্যন্ত পাননি। তবে তাঁকেসহ অনেককেই দল থেকে বহিষ্কারের কথা তিনি শুনেছেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা বিউটি আক্তার বলেছেন, দলের পক্ষ থেকে তিনি কোনো চিঠি পাননি। তবে বিভিন্ন মাধ্যমে তাঁকেসহ অনেকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে সুপারিশ পাঠানোর বিষয়টি জেনেছেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিষ্কারের বিষয়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত