Ajker Patrika

কাউখালীতে ১৮ কেন্দ্রের ১৩টিই ঝুঁকিপূর্ণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ১৮
কাউখালীতে ১৮ কেন্দ্রের ১৩টিই ঝুঁকিপূর্ণ

কাউখালীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের শেষ দিন গতকাল শুক্রবার টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। ভোট হবে আগামীকাল রোববার। উপজেলার সয়না রঘুনাথপুর ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউপির ১৮টি কেন্দ্রই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঝুঁকিপূর্ণ দাবি করেছেন।

তবে থানা সূত্রে জানা গেছে ১৮টি কেন্দ্রের মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। চিরাপাড়া পারসাতুরিয়া ইউপির অধিক ঝুঁকিপূর্ণ ২টি কেন্দ্র হচ্ছে–চিরাপাড়া জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।

অপরদিকে সয়না রঘুনাথপুর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে–দক্ষিণ বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়না রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আগামীকাল রোববার নির্বাচনে দুই ইউপিতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চিরাপাড়া পারসাতুরিয়া ইউপিতে বাইসাইকেল প্রতীকে বজলুর রহমান নান্নু, নৌকা প্রতীকে মাহমুদ খান খোকন, হাতপাখা প্রতীকে শিহাব উদ্দিন কাসেমী, চশমা প্রতীকে লাইকুজ্জামান মিন্টু এবং আনারস প্রতীকে মামুন হোসেন বাবলু প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে সয়না রঘুনাথপুর ইউপিতে বাইসাইকেল প্রতীকে এলিজা সাঈদ, নৌকা প্রতীকে রেজাউল করিম খোকন, আনারস প্রতীকে গিয়াস উদ্দিন পলাশ, চশমা প্রতীকে আবু সাইদ, মোটরসাইকেল প্রতীকে মাসুম হোসেন এবং অটোরিকশা প্রতীকে আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত