Ajker Patrika

মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, দুই শিক্ষক গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, দুই শিক্ষক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় পিটুনির শিকার এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ আল আরিয়ান (১০)। গত শনিবার দুপুরের এ ঘটনায় মামলা হলে মাদ্রাসার প্রিন্সিপাল ও সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আবদুল্লাহ আল আরিয়ান উপজেলার রাজাপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। সে রাজাপুর বাজারের সৌদিয়া মার্কেটের মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নুরানি শাখার ছাত্র ছিল।

শনিবার রাতে নিহতের মা রাহেনা আক্তার বাদী হয়ে দাগনভূঞা থানায় শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মাদ্রাসার প্রিন্সিপালসহ দুই শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর বাজারের সৌদিয়া মার্কেটের পাঁচতলা ভবনের তিন ও চারতলায় মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা করা হয়। গত শনিবার সকালে আরিয়ানের মা তাকে মাদ্রাসার শ্রেণিকক্ষে দিয়ে আসেন। তখন শিক্ষক ফখরুল ইসলাম ক্লাস নিচ্ছিলেন। পরে তিনি আবদুল্লাহ আরিয়ানকে পাশের কক্ষে নিয়ে মারধর করেন।

ক্লাস শেষে সব শিক্ষার্থী বেরিয়ে গেলেও আরিয়ানকে বেরোতে দেননি ওই শিক্ষক। পরে আরিয়ান শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, নিহত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুল্লাহ আল আরিয়ানের মা শিক্ষকদের বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা করেছেন। পুলিশ মামলার আসামি মো. ফকরুল ইসলাম (৩৮) ও মো. আবু তৈয়বকে (৪৫) গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্টে যদি হত্যার আলামত পাওয়া যায়, তাহলে মামলাটি হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত