Ajker Patrika

সড়কের পাশে ময়লার স্তূপ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৩৭
সড়কের পাশে ময়লার স্তূপ

রাজবাড়ীর পাংশায় ময়লার স্তূপে পরিণত হয়েছে উপজেলা সড়কের চান্দুর মোড়। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের ভবন পার হয়েই পানি উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে ফেলে রাখা হয়েছে ময়লা। ময়লার মধ্যে পড়ে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা হেডকোয়ার্টার কলেজ মোড় ডি, আর সড়কের একটি মাইলফলক সাইনবোর্ড।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ময়লা নেওয়ার কথা থাকলেও সপ্তাহে একদিন নিত পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি দীর্ঘদিন ময়লা না নেওয়ায় স্তূপে পরিণত হয়েছে। মোড়ের সামনে এ রকম একটি ময়লার স্তূপ হওয়া ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

এ বিষয়ে সংস্কৃতিমনা ব্যক্তিত্ব খোকন বিশ্বাস বলেন, ময়লার স্তূপের পাশে লালন সংগীত চর্চা কেন্দ্র। এই লালন সংগীত চর্চা কেন্দ্র অনেক গুণী মানুষের যাতায়াত রয়েছে। ময়লার ভাগাড়টি দৃষ্টিকটু দেখায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে আমাকে এ বিষয়ে কেউ জানায়নি। দ্রুত ময়লাগুলো অপসারণ করা হবে।

স্থানীয়রা বলেন, ময়লার স্তূপের পশ্চিম পাশে উপজেলা পরিষদ ভবন। উত্তর দিকে সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র পথ। এই জায়গাটিতে ময়লার স্তূপ কারও কাম্য নয়।

পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডরের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত