Ajker Patrika

উল্টোপথের অটোর চাপায় শিশু নিহত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৪৩
উল্টোপথের অটোর চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতিতে উল্টোপথে আসা এক ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) চাপায় আলভী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল মোহাইমিন আনাস আলভী ব্যাপারীপাড়া এলাকার হাসান আলীর ছেলে। সে দড়ি সোনাকান্দা এলাকার আবু হুরাইরা ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

অপরদিকে আটক চালক জাহাঙ্গীর (২৮) দড়ি সোনাকান্দা এলাকার আলী আহম্মদের ছেলে। ঘটনার পর থেকে বন্দর ঘাট থেকে দড়ি সোনাকান্দা এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল জানান, আলভী মাদ্রাসায় যাওয়ার জন্য ঠিক পথে আসা একটি সিএনজির দিকে তাকিয়ে ধীরে সুস্থে পার হচ্ছিল। একই সময় লেন অমান্য করে উল্টোপথে আসা একটি ইজিবাইক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মাথায় আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়ে আলভী। পরে তাকে স্থানীয়রা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলভীর নানা লিয়াকত আলী বলেন, আলভী ওর বাবা-মায়ের একমাত্র ও বড় ছেলে। তার একটি ছোট বোন আছে। মাত্র কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু বেপরোয়া গতিতে উল্টোপথে আসা ইজিবাইক বাচ্চাটাকে শেষ করে দিল। ১০০ ফুট সড়কে দুইটি লেন থাকা সত্ত্বেও উল্টো পথে চলাচল করা ইজিবাইক চালকদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে ইজিবাইকগুলো।

ঘটনাস্থলে আসা বন্দর থানার উপপরিদর্শক আবুল হাসান বলেন, ঘাতক ইজিবাইক চালক জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ইজিবাইকটি। এ ঘটনায় পরিবার মামলা দায়ের করবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। শিশুটির পরিবার চায় না ময়নাতদন্ত হোক। আমরা এই বিষয়ে সময় নিচ্ছি। মামলা দায়েরের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত