Ajker Patrika

পুড়ে মরলেন শিকলবন্দী কলেজছাত্র

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ১৮
পুড়ে মরলেন  শিকলবন্দী  কলেজছাত্র

কুমিল্লার বুড়িচংয়ে নিজঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন এক কলেজছাত্র। মানসিক সমস্যা থাকায় কয়েক মাস ধরে তাঁকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত মঙ্গলবার রাতে ঘরে আগুন লাগার পর অন্যরা সরে যেতে পারলেও শিকল বাঁধা থাকায় তিনি ঘর থেকে বের হতে পারেননি।

নিহত যুবকের নাম আলাউদ্দিন (১৯)। তিনি উপজেলার খারেরা গ্রামের আবদুল মোমিনের ছেলে। আলাউদ্দিন কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খারেরা পশ্চিমপাড়া গ্রামের আলিয়া মাদ্রাসা মোমিনের বসতঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে দমকল বাহিনীকে খবর দিলে বুড়িচং সদর থেকে একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মাস তিনেক আগে কলেজছাত্র আলাউদ্দিনের মানসিক সমস্যা দেখা দেয়। এ জন্য তাঁকে ঘরের ভেতর শেকল দিয়ে বেঁধে রাখা হতো। রাতে ওই ঘরে আগুন লাগে। এ সময় বাড়িতে কেবল তাঁর মা, বড় ভাই এবং ভাইয়ের স্ত্রী ছিলেন। তাঁদের চিকৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে মারা যান আলাউদ্দিন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত