Ajker Patrika

স্থাপত্যের এক অনন্য নিদর্শন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬: ৩৫
স্থাপত্যের এক অনন্য নিদর্শন

দৃষ্টিনন্দন অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাংলাদেশের আনাচকানাচে। বহুকাল ধরেই এই ঐতিহাসিক স্থাপনাগুলো আকর্ষণ করছে ভ্রমণপিপাসুদের। ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি প্রাকৃতিক ঐতিহ্যের দিক দিয়ে কিশোরগঞ্জও ব্যতিক্রম নয়। জেলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া জমিদারবাড়ি।

গাঙ্গাটিয়া জমিদারবাড়িটির গোড়াপত্তন শুরু হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে। এই জমিদারবাড়িটি প্রতিষ্ঠা করেন ভোলানাথ চক্রবর্তী। বাড়িটির অনন্য নিদর্শনশৈলী এখনো আকর্ষণ করছে ভ্রমণপিপাসুদের।

জমিদারবাড়ির ভেতরের অংশটি চমৎকার কারুকাজে ভরা। বাড়ির নহবতখানা, দরবারগৃহ ও একটি মন্দির বিশেষ স্থাপত্যের নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য।

দেশের অধিকাংশ প্রাচীন নিদর্শন অযত্ন-অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হলেও এই জমিদারবাড়ির সৌন্দর্য অমলিন। তার কারণও রয়েছে। জমিদারবাড়িতে এখনো বসবাস করছেন ভোলানাথ চক্রবর্তীর বংশধরেরা। মানবেন্দ্র নাথ চক্রবর্তী চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি দেখভাল করছেন। এ কারণে এই জমিদারবাড়িটি মানব বাবুর বাড়ি নামেই পরিচিত।

গাঙ্গাটিয়া জমিদার বংশের আদি বসবাস ছিল ভারতের কাইন্নকব্জিতে। শত বছর আগে তাঁরা হোসেনপুরে এসে বসতি স্থাপন করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে দীননাথ চক্রবর্তী হোসেনশাহী পরগনার অংশবিশেষ নীলকর ওয়াইজের কাছ থেকে ক্রয় করেন। তখনই এই এলাকায় প্রথম জমিদারি প্রথার সূচনা হয়। পরে অতুলচন্দ্র চক্রবর্তী ‘পত্তনি’ সূত্রে আঠারবাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরাণীর কাছ থেকে দুই আনা-অংশ গাঙ্গাটিয়া জমিদারবাড়ির অন্তর্ভুক্ত করেন। ব্রিটিশ শাসনামলের শুরু থেকেই তাঁদের জমিদারি শুরু হয়। দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদারিও শেষ হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খায়রুল বলেন, এই বাড়ি ঐতিহাসিক স্থাপনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত