Ajker Patrika

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ৩৩
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল দিঘিরপাড় গ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক মা। ওই মাদকাসক্তের নাম শফিকুল ইসলাম মৃধা ফারুক (৪১)। তাঁর নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাতরাইল দিঘিরপাড় গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও সেবন করে আসছিলেন। তিন সন্তানের জনক শফিকুল সংসারের প্রতি ছিলেন উদাসীন। মাসহ পরিবারের সদস্যরা বাধা দিয়েও তাঁকে মাদক থেকে ফেরাতে পারেননি। গত শুক্রবার বিকেলে শফিকুলের মা কহিনুর বেগম ছেলের কাছে ইয়াবা দেখতে পান। এ সময় তিনি প্রতিবেশীদের ডেকে জানান যে, তাঁর ছেলে কাছে ইয়াবা আছে। পরে শফিকুলকে আটকে রেখে তাঁর মা ভাঙ্গা থানা-পুলিশে খবর দেন। পুলিশ শুক্রবার বিকেলে শফিকুলকে ১২টি ইয়াবাসহ আটক করে।

শফিকুলের মা কহিনুর বেগম বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক খেয়ে আসছে। সে আমার সংসারই শুধু শেষ করেনি, আশপাশের পোলাপানরে নষ্ট করছে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি আমার একমাত্র ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে।’

ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘মায়ের ফোন পেয়েই আমরা শফিকুলকে আটক করি। এ সময় তাঁর কাছে ইয়াবা পাওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত