Ajker Patrika

প্রতীক না পেয়েই প্রচারে

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
প্রতীক না পেয়েই প্রচারে

রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের বাকি আরও পাঁচ দিন। এর মধ্যে নির্বাচনী পোস্টার টানানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছেন বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।

এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে অসন্তোষ। চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থীরা আজকের পত্রিকাকে বলছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। তবে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুঠিয়া উপজেলার বেলপুকুর ও বানেশ্বরে ভোট হবে আগামী ৫ জানুয়ারি। সে লক্ষ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর। আর যাচাই-বাছাই হয়েছে ১২ ডিসেম্বর। এদিকে ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।

সাদেকুল ইসলাম স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ না হতেই নির্বাচনী মার্কাসহ পোস্টারে প্রচারকাজ শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেসব ছড়িয়ে দিয়েছেন।

বানেশ্বর ইউনিয়নের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বলেন, এবারের নির্বাচনে ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই নির্বাচনী আইন মেনে চললেও ব্যতিক্রম শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অথচ তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন না নির্বাচন কর্মকর্তারা।

এ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘দলের কিছু ছেলেপেলে মার্কা ঘোষণার আগেই নির্বাচনী পোস্টার ও প্রচার শুরু করেছেন। সেসব কেউ কেউ ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইতিমধ্যে আমরা দলের ছেলেদের বলে দিয়েছি নির্বাচনী পোস্টার মুছে দেওয়ার জন্য। আশা করি, এ রকম আর হবে না।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি তিনি। সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনী পোস্টার সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রার্থীরা আইন ভাঙলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত