Ajker Patrika

লামায় অর্ধলাখ টিকাদান

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ২৯
Thumbnail image

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত আট মাসে প্রায় অর্ধলাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ৬৪ হাজার ব্যক্তিকে করোনার টিকা দিতে হবে। এদিকে গত কয়েক দিন ধরে করোনার টিকা দেওয়ার সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরিয়ে লামা টাউন হলে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র জানা যায়, উপজেলায় এ পর্যন্ত ৪৬ হাজার ৯৫২ ব্যক্তি করোনার টিকা নিয়েছেন। এ ছাড়া টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৮ হাজার ২২৬ জন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট পিপিআই রূপণ চৌধুরী জানান, ভৌগোলিক শুদ্ধিকরণ মাধ্যমের (জিআর) হিসেব অনুযায়ী লামায় মোট জনসংখ্যা ১ লাখ ৪১ হাজার জন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী এই জনসংখ্যার ৬৪ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করতে হবে।

এদিকে ৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে করোনার টিকা মজুত রয়েছে ২ হাজার ৮৩০ ডোজ। গত ৬ অক্টোবর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৪৬ হাজার ৯৫২ জনকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। প্রথম টিকা দেওয়া শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়া চলমান রয়েছে।

এ ছাড়া উপজেলার দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে। এ সব এলাকায় টিকা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সেই সঙ্গে বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে উপজেলার ৭ ইউনিয়নের পরিষদে চত্বরে দুইবার ও মুজিববর্ষ উপলক্ষে একবার করোনার টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত