Ajker Patrika

নাটোরে আ.লীগের ২০ নেতা-কর্মী বহিষ্কার

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪: ০৬
Thumbnail image

নাটোরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া ২০ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাটোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল আলম চৌধুরী বুড়া মোবাইল প্রতীকে স্বতন্ত্র মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলার ৬টি ইউপিতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শওকত রানা লাবু, বিয়াঘাট ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউনুস আলী, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুজা, খুবজিপুর ইউপি নির্বাচনে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আজগর আলী, আওয়ামী লীগ নেতা রান্টু ও শাহাবুদ্দিন, মশিন্দা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, ধারাবারিষা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হাজেদা, চাপিলা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলম পান্নাকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে নলডাঙ্গা উপজেলায় পাঁচটি ইউপিতে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। মাধনগর ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জব্বার, পিপরুল ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা সাইফুল , বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম , ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোসাদ্দেকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী শান্ত আলী, ব্রহ্মপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রইস উদ্দিন রুবেল, ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত