Ajker Patrika

‘সরকার ও পুলিশ রেডি মিক্সড’

আজকের পত্রিকা ডেস্ক
‘সরকার ও পুলিশ রেডি মিক্সড’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে চট্টগ্রাম ও চাঁদপুরে ভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  কর্মসূচিতে বক্তারা সরকার ও পুলিশ রেডি মিক্সড বলে মন্তব্য করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, তা দেশে আমূল পরিবর্তন আনবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারে থাকলে কোনো রোগী বিনা চিকিৎসায় ও টাকার অভাবে মারা যাবে না। নগরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জাতীয় সংসদে নারীদের প্রাধান্য দেওয়া হবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ব্রিটেনের সিস্টেমে দেশ চলবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যাতে হেলথ সুবিধা পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, সেটি হলো ন্যাশনাল হেলথ সার্ভিস।

চাঁদপুর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি যে দেশে নির্বাচনে অংশ নেবে না, সেই দেশে নির্বাচন হবে না। ১০ দফা দাবি না মানলে আমরা জনগণ সম্পৃক্ত আন্দোলন দেব। এ দাবিগুলো জাতির মুক্তির সনদ হিসেবে কাজ করবে।’ তিনি চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয়তলায় জেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এ সরকারকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হোক, তা কোথাও লেখা নেই। এ সরকার ও পুলিশ হচ্ছে রেডি মিক্সড। বিএনপির কাকে কোন ধারায় মামলা দিতে হবে, তা তারা ভালো জানে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য শামিম আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত