আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে চট্টগ্রাম ও চাঁদপুরে ভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা সরকার ও পুলিশ রেডি মিক্সড বলে মন্তব্য করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, তা দেশে আমূল পরিবর্তন আনবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারে থাকলে কোনো রোগী বিনা চিকিৎসায় ও টাকার অভাবে মারা যাবে না। নগরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, জাতীয় সংসদে নারীদের প্রাধান্য দেওয়া হবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ব্রিটেনের সিস্টেমে দেশ চলবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যাতে হেলথ সুবিধা পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, সেটি হলো ন্যাশনাল হেলথ সার্ভিস।
চাঁদপুর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি যে দেশে নির্বাচনে অংশ নেবে না, সেই দেশে নির্বাচন হবে না। ১০ দফা দাবি না মানলে আমরা জনগণ সম্পৃক্ত আন্দোলন দেব। এ দাবিগুলো জাতির মুক্তির সনদ হিসেবে কাজ করবে।’ তিনি চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয়তলায় জেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এ সরকারকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হোক, তা কোথাও লেখা নেই। এ সরকার ও পুলিশ হচ্ছে রেডি মিক্সড। বিএনপির কাকে কোন ধারায় মামলা দিতে হবে, তা তারা ভালো জানে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য শামিম আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে চট্টগ্রাম ও চাঁদপুরে ভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা সরকার ও পুলিশ রেডি মিক্সড বলে মন্তব্য করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, তা দেশে আমূল পরিবর্তন আনবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারে থাকলে কোনো রোগী বিনা চিকিৎসায় ও টাকার অভাবে মারা যাবে না। নগরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, জাতীয় সংসদে নারীদের প্রাধান্য দেওয়া হবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ব্রিটেনের সিস্টেমে দেশ চলবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যাতে হেলথ সুবিধা পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, সেটি হলো ন্যাশনাল হেলথ সার্ভিস।
চাঁদপুর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি যে দেশে নির্বাচনে অংশ নেবে না, সেই দেশে নির্বাচন হবে না। ১০ দফা দাবি না মানলে আমরা জনগণ সম্পৃক্ত আন্দোলন দেব। এ দাবিগুলো জাতির মুক্তির সনদ হিসেবে কাজ করবে।’ তিনি চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয়তলায় জেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এ সরকারকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হোক, তা কোথাও লেখা নেই। এ সরকার ও পুলিশ হচ্ছে রেডি মিক্সড। বিএনপির কাকে কোন ধারায় মামলা দিতে হবে, তা তারা ভালো জানে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য শামিম আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪