Ajker Patrika

রাস্তায় পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে শিশু সাকিব

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা ফেরত দিয়েছে সাকিব নামের এক শিশু। এই মহৎ কাজের জন্য এলাকাবাসী তার প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে টাকা ফেরত দেওয়ার একটি ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এসেছে।

সাকিব জামনগর ইউনিয়নের গয়লারঘোপ এলাকার সাগর আলীর ছেলে। সে ওই একই এলাকার দারুল উমুল শফিকিয়া কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার জামনগর স্কুল মোড়সংলগ্ন সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় টাকাগুলো রাস্তায় কুড়িয়ে পায় সাকিব। পরে সে জামনগর বাজারে গিয়ে লোকজনদের টাকা কুড়িয়ে পাওয়ার এবং যাঁর টাকা তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা বলে। লোকমুখে সেই টাকার কথা ছড়িয়ে পড়লে মালিকের খোঁজ পাওয়া যায়। পরে সেই টাকার মালিক জামনগর বাজারের কীটনাশক দোকানি রিয়েল আহমেদকে ওইদিন বিকেলে টাকাগুলো ফেরত দেয় সে। টাকাগুলো ফেরত দেওয়ার সময় স্থানীয় এক বাসিন্দা ছবি তোলেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ও উপজেলায় ছড়িয়ে পড়ে।

টাকা পেয়ে রিয়েল আহমেদ বলেন, এক সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছোট একটি সার ও কীটনাশকের দোকান চালিয়ে সংসার চালান। টাকাগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। পরে ফিরত পেয়ে তিনি মহাখুশি। তিনি সাকিবের জন্য মঙ্গল কামনা করেন।

সাকিব বলে, টাকাগুলো পেয়ে প্রথমে তার ভয়-ভয় লাগছিল। আর মনে হচ্ছিল টাকা হারিয়ে কেউ খুব কষ্টে আছেন। তাই টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে খুব খুশি সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত