Ajker Patrika

১৩ বাসের বহরে খার্তুম ছাড়লেন ৬৫০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৩ বাসের বহরে খার্তুম ছাড়লেন ৬৫০ বাংলাদেশি

গৃহযুদ্ধকবলিত সুদান ত্যাগের উদ্দেশ্যে দেশটির রাজধানী খার্তুম ছেড়েছেন বাংলাদেশের ৬৫০ নাগরিক। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের নিয়ে পুলিশ প্রহরায় ১৩টি বাসের একটি বহর খার্তুম ছেড়ে যায়। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে তাঁদের আজ বুধবার নাগাদ দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে পৌঁছানোর কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ উইংয়ের মহাপরিচালক শাহ মোহাম্মদ তানভীর মনসুর গতকাল আজকের পত্রিকাকে এ কথা জানান। বাসের বহরটি পোর্ট সুদান পৌঁছানোর পর ৬৫০ বাংলাদেশির পাসপোর্ট ও আনুষঙ্গিক কাগজপত্র সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে তাঁদের সৌদি আরবের জেদ্দায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

কবে নাগাদ তাঁরা জেদ্দা রওনা হতে পারবেন, এমন প্রশ্নে তানভীর মনসুর বলেন, তাঁরা যেহেতু সৌদি জাহাজযোগে জেদ্দা যাবেন, সৌদি সরকারই জাহাজে 
যাত্রার তারিখ ঠিক করবে।

সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পোর্ট সুদানে অবস্থান করে নাগরিকদের জেদ্দায় পাঠানোর বিষয়টি তদারক করছেন। পোর্ট সুদানে নাগরিকদের অস্থায়ীভাবে রাখার ও খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি সুদানে আছেন। এর মধ্যে প্রায় ৭০০ ব্যক্তি সুদান ত্যাগ করার জন্য দূতাবাসে নিবন্ধন করেছেন। জেদ্দা পৌঁছানোর পর বিমানযোগে ঢাকায় আনা হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, সৌদি আরব গত সোমবার পর্যন্ত বাংলাদেশসহ ১০২ দেশের ৫ হাজার ৪০৯ জন নাগরিককে সুদান থেকে জাহাজযোগে জেদ্দায় স্থানান্তর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত