Ajker Patrika

দুই সদস্যের কমিটি দিয়ে চলছে ইসলামপুর আ. লীগ

এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪: ৩৮
দুই সদস্যের কমিটি দিয়ে চলছে ইসলামপুর আ. লীগ

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ চলছে দুই সদস্যের কমিটি দিয়ে। ত্রিবার্ষিক সম্মেলনের চার মাস পরও সম্পন্ন হয়নি পূর্ণাঙ্গ কমিটি। চার মাস আগে অনুষ্ঠিত দলের ত্রিবার্ষিক সম্মেলনে কেবল সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের নাম ঘোষণা করা হয়। এরপর চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

এখনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলের তৃণমূল নেতা-কর্মীরা কমিটিতে পদ পেতে জেলার প্রভাবশালী নেতাদের কাছে তদবিরে ব্যস্ত বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় কে কোন পদে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন দিন দিন বেড়েই চলছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর স্থানীয় জনতা মাঠে উপজেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ হোসনে আরা প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলরদের মতামত অথবা ভোটের মাধ্যমে কমিটি গঠন করার কথা থাকলেও সম্মেলন চলাকালে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সংরক্ষিত আসনের মহিলা সাংসদ হোসনে আরা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় ইসলামপুর আসনের সাংসদ ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়। এরপর চার মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে ফরিদুল হক খান দুলাল ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর ছয় বছর পর গত বছর ২৫ সেপ্টেম্বর দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে দল সুসংগঠিত রয়েছে বলেও নেতা-কর্মীদের দাবি।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘সভাপতি এবং সাধারণ সম্পাদক হলেন এখানকার আওয়ামী লীগের বাপ-মা। কমিটির বিষয়ে আমাদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তাঁরা যখন যেভাবে ইচ্ছে করবেন, তখন সেভাবেই কমিটি হবে। তবে, আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কী কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বিলম্ব হচ্ছে, তা আমি বলতে পারবো না। বিষয়টি দলের সাধারণ সম্পাদক বলতে পারেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্মেলনের চার মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ার বিষয়ে গত বুধবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এখন ঢাকায় আছি। আমি ইসলামপুর যাওয়ার পরে কমিটি ঘোষণার বিষয়ে চিন্তা করবো। নির্বাচন গেলো। এ ছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কমিটি সম্পন্ন করা যায়নি। আশা রাখি, খুবশিগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত