Ajker Patrika

তুরস্কের আদালত জেলেই রাখছে কাভালাকে

রয়টার্স, ইস্তাম্বুল
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ২৭
Thumbnail image

তুরস্কের বিখ্যাত দানবীর ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচক ওসমান কাভালাকে বিচার চলাকালে জেলেই রাখার আদেশ দিয়েছেন ইস্তাম্বুলের একটি আদালত। ২০১৩ সালের বিক্ষোভ ও ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টাকারীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে বিনা বিচারে আটক আছেন কাভালা। বিক্ষোভের অভিযোগ মামলায় খালাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গত বছর থাকে আবার আটক করা হয়।

তাঁর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ১৭ জানুয়ারি। এর আগে ২৩ ডিসেম্বর তাঁকে আটক রাখার বিষয়টি মূল্যায়ন করে সিদ্ধান্ত জানানো হবে।

গত মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনসহ ১০টি দেশ কাভালার মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাদের দূতদের বহিষ্কারের ঘোষণা দেন এরদোয়ান। পরে তা অবশ্য বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত