Ajker Patrika

আশুগঞ্জে চেয়ারম্যান পদে ৪০ জনসহ প্রার্থী ৪১১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৮
আশুগঞ্জে চেয়ারম্যান পদে ৪০ জনসহ প্রার্থী ৪১১

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ৫ জানুয়ারি নির্বাচন। এই উপলক্ষে উপজেলা জুড়ে চলছে প্রার্থীদের দৌড় ঝাঁপ। এসব ইউপিতে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী লড়ছেন।

এ ছাড়া ইউপি সদস্য পদে ২৯০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এবার বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে ভোট দেবেন বলে জানান ভোটাররা।

এর মধ্যে দুর্গাপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজু, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হক, রওশন আলী, এমরান হোসেন, রাসেল মিয়া, মো. হামিদ, মো. মুমিনুল ইসলাম ও মো. লুৎফুর রহমান নির্বাচন করছেন। সদর ইউপিতে দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন, বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র পদে মো. তফসির সিকদার, মুরাদ হোসেন, মনির, আলাউদ্দিন আনসারী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহজাহান।

এদিকে চরচারতলা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আইয়ুব খান, স্বতন্ত্র প্রার্থী এম এ লিটন, মো. ফাইজুর রহমান, মুছা মিয়া ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রাজু আহমেদ উজ্জ্বল।তালশহর ইউপিতে বিদ্রোহী প্রার্থী আবু সামা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সোলাইমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাচ্চু মিয়া, এস এম নাহিদ ও আবু জাফর মুর্তজ আলী।

এ ছাড়া আড়াইসিধা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সেলিম, বিদ্রোহী প্রার্থী আবু সায়েম মিঠু, স্বতন্ত্র হামিমুর রহমান ভূইয়া, এনামুল হক সেন্টু, রাশেদুর রহমান ভূইয়া ও দিহাম আফরীন। লালপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল খায়ের।

শরীফপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ, বিদ্রোহী প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরী ও মো. সুমন মিয়া। তারুয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিস হাসান, বিদ্রোহী প্রার্থী বাদল সাদির, স্বতন্ত্র মো. হুমায়ুন কবির ও বাদল সাদিরের স্ত্রী নাছিমা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত