Ajker Patrika

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৪৪
যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানান কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরার কলারোয়া ও পাটকেলঘাটায় উদ্‌যাপিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷ দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার নানা কর্মসূচী পালন করা হয় । প্রতিনিধিদের পাঠানো খবর :

কলারোয়া: সাতক্ষীরায় কলারোয়ায় দুপুরে উপজেলা পরিষদের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুষ্পার্ঘ্য অর্পণ করে একটি শোভাযাত্রা বের হয় ৷ শোভাযাত্রাটি পৌর সদরের যশোর সাতক্ষীরা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলরুমে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয় ৷

আওয়ামী যুবলীগের উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠান হয়। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন চন্দনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, যুবলীগের কেরালকাতা ইউনিয়ন সভাপতি এসএম আলমগীর কবির, যুগীখালি ইউনিয়নের সভাপতি অহিদুজ্জামান পিন্টু, কুশোডাঙ্গা ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, দেয়াড়া ইউনিয়নের সভাপতি বাপ্পি খান, জয়নগর ইউনিয়নের সভাপতি হাসান মালি, হেলাতলা ইউনিয়নের মতিয়ার রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, পৌর সভাপতি নাঈমুর রহমান মিলন প্রমুখ।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) :

উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় সরুলিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে পাটকেলঘাটার ডাকবাংলো হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সরুলিয়ায় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, ধানদিয়া যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইসলামকাটি যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দীনু হরি, তেঁতুলিয়া যুবলীগ সভাপতি আবু সাইদ মিঠু, উপজেলা যুবলীগ সদস্য বিপ্লব মুখার্জি চাদু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...