Ajker Patrika

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবি

লটারি পদ্ধতি বাতিল ও মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন নেত্রকোনা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত বুধবার শহরের পৌরসভার সামনে সচেতন অভিভাবক বৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বন্যা সরকার, চিশতীয়া আক্তার, আসমা আক্তার, হাফসা আক্তার, মিতু আক্তার, রিপা আক্তার, উম্মে কুলসুম, আবু সায়েম ও নাজমুল হুদা।

বক্তারা বলেন, সব শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল করতে হবে। মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে। লটারির মাধ্যমে যে ভর্তি পদ্ধতি এতে করে প্রকৃত মেধাবী ছাত্ররা ভালো স্কুলে ভর্তি থেকে বঞ্চিত হয়। এতে করে তাদের ভবিষ্যৎ হতাশাপূর্ণ হয়ে পড়ে। লটারি কোনো ভর্তির পদ্ধতি হতে পারে না। এর মাধ্যমে মেধাবী ছাত্ররা মেধা প্রকাশের কোনো সুযোগ পায় না।

বক্তারা দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত