নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ভোটের সমীকরণ জটিল হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে এক মঞ্চে ওঠায় সুবাতাস লেগেছে নৌকার পালে। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে বহিষ্কার করেছে বিএনপি।
পদবিহীন রুপনকে দলের শীর্ষ এক নেতা বহিষ্কারের ইন্ধন দেওয়ায় বিএনপির একাংশ তাঁকে ভোটে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে। চরমোনাই পীরের দল অবশ্য প্রতিদ্বন্দ্বী নৌকাকে ঠেকাতে নানা অঙ্ক কষছে। তাই নৌকা, হাতপাখা নাকি লাঙ্গল বিজয়ী হবে, তা এখনই বলা দুষ্কর হয়ে পড়েছে। এদিকে নৌকা ও হাতপাখা বহিরাগত এনে নগরে প্রচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার গৌরনদীতে বর্ধিত সভায় নৌকার নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাঁদের দায়িত্ব মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রচারে মাঠে থাকবেন। ওয়াদা করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খোকনকে নৌকা মার্কায় জয়লাভ করাবেন।’
আওয়ামী লীগের একাংশ মনে করছে, হাসানাতের এমন ঘোষণায় দলীয় কোন্দল মিটে গিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে। নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাই একসঙ্গে হওয়ায় আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি আর নৌকা শক্তিশালী হচ্ছে।’
এদিকে নির্বাচনী প্রচারে থাকা বড় অংশই নগরের বাসিন্দা নয় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে অচেনা লোককে দেখা গেছে।বরিশাল ক্লাবের সামনে বাউফলের একদল লোক নৌকার পক্ষে প্রচার চালান। তাঁদের অধিকাংশই বহিরাগত। অন্যদিকে গতকাল নগরের সার্কুলার রোডে হাতপাখার একদল কর্মী প্রচার চালাচ্ছিলেন। জানা গেছে, তাঁদের কারও কারও বাড়ি চরমোনাই।
এ বিষয়ে ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, ‘নৌকা ও হাতপাখার বহিরাগত লোকজনের কারণে বরিশালের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দল দুটি পেশিশক্তি দেখানোর জন্য বাইরের লোকজন এনে নগরে মহড়া দিচ্ছে।’
হাতপাখার নির্বাচন পরিচালনা মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন, সব জায়গা থেকে সরকারদলীয় বহিরাগতরা আসছে। রিটার্নিং কর্মকর্তার বিষয়টি দেখা উচিত।
নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বর্ধিত সভায় বিভাগের সব নেতাকে ৩০টি ওয়ার্ডে যে অবস্থান নিতে বলেছেন, তা কেন্দ্রীয় নেতা হিসেবে বলেছেন।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ভোটের সমীকরণ জটিল হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে এক মঞ্চে ওঠায় সুবাতাস লেগেছে নৌকার পালে। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে বহিষ্কার করেছে বিএনপি।
পদবিহীন রুপনকে দলের শীর্ষ এক নেতা বহিষ্কারের ইন্ধন দেওয়ায় বিএনপির একাংশ তাঁকে ভোটে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে। চরমোনাই পীরের দল অবশ্য প্রতিদ্বন্দ্বী নৌকাকে ঠেকাতে নানা অঙ্ক কষছে। তাই নৌকা, হাতপাখা নাকি লাঙ্গল বিজয়ী হবে, তা এখনই বলা দুষ্কর হয়ে পড়েছে। এদিকে নৌকা ও হাতপাখা বহিরাগত এনে নগরে প্রচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার গৌরনদীতে বর্ধিত সভায় নৌকার নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাঁদের দায়িত্ব মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রচারে মাঠে থাকবেন। ওয়াদা করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খোকনকে নৌকা মার্কায় জয়লাভ করাবেন।’
আওয়ামী লীগের একাংশ মনে করছে, হাসানাতের এমন ঘোষণায় দলীয় কোন্দল মিটে গিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে। নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাই একসঙ্গে হওয়ায় আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি আর নৌকা শক্তিশালী হচ্ছে।’
এদিকে নির্বাচনী প্রচারে থাকা বড় অংশই নগরের বাসিন্দা নয় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে অচেনা লোককে দেখা গেছে।বরিশাল ক্লাবের সামনে বাউফলের একদল লোক নৌকার পক্ষে প্রচার চালান। তাঁদের অধিকাংশই বহিরাগত। অন্যদিকে গতকাল নগরের সার্কুলার রোডে হাতপাখার একদল কর্মী প্রচার চালাচ্ছিলেন। জানা গেছে, তাঁদের কারও কারও বাড়ি চরমোনাই।
এ বিষয়ে ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, ‘নৌকা ও হাতপাখার বহিরাগত লোকজনের কারণে বরিশালের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দল দুটি পেশিশক্তি দেখানোর জন্য বাইরের লোকজন এনে নগরে মহড়া দিচ্ছে।’
হাতপাখার নির্বাচন পরিচালনা মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন, সব জায়গা থেকে সরকারদলীয় বহিরাগতরা আসছে। রিটার্নিং কর্মকর্তার বিষয়টি দেখা উচিত।
নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বর্ধিত সভায় বিভাগের সব নেতাকে ৩০টি ওয়ার্ডে যে অবস্থান নিতে বলেছেন, তা কেন্দ্রীয় নেতা হিসেবে বলেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪