Ajker Patrika

যুগোপযোগী শিক্ষা কার্যক্রম

ধীরা ঢালী
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৪
যুগোপযোগী শিক্ষা কার্যক্রম

বিশ্ববিদ্যালয়ে পদার্পণের মধ্য দিয়ে উচ্চশিক্ষার জগতে প্রবেশ করেন শিক্ষার্থীরা। মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক পৃথিবীর সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার পথে অগ্রগামী ভূমিকা পালন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর আদলে ২০০৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি–

বর্তমানে বিইউবিটি শুধু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ২০১০-এর সব প্রয়োজনীয়তা পূরণ করেই নয়, বরং শিক্ষার মান, গবেষণার সুবিধা, স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি, যুগোপযোগী শিক্ষা কার্যক্রম বজায় রাখার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।  

বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে আধুনিক সমাজের প্রয়োজনের সঙ্গে প্রাসঙ্গিক উচ্চ মানের শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করা। এরই লক্ষ্যে ভৌত অবকাঠামো, সহ-পাঠ্য ক্রমিক ও পাঠক্রমবহির্ভূত কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সহায়ক পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয়টি।  

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তাদের একাডেমিক কার্যক্রম পরিচালিত করছে পাঁচটি অনুষদের অধীনে।

ফ্যাকাল্টি অব বিজনেস

  • ফিন্যান্স
  • ম্যানেজমেন্ট
  • অ্যাকাউন্টিং
  • মার্কেটিং
  • ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিকস
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং।

ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ

  • ইংলিশ

ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স 

  • ইকোনমিকস

ফ্যাকাল্টি অব ল 

  • ল অ্যান্ড জাস্টিস।

সুযোগ-সুবিধা 

  • প্রয়োজন এবং যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ৬% শিক্ষার্থীকে বৃত্তি, উপবৃত্তি এবং ফি মওকুফ প্রদান করা হয়।
  • ভর্তি ফিতে ২৫% মওকুফ এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ১৫% মওকুফ (বিশেষ মওকুফ)।
  • দরিদ্র এবং মেধাবী ছাত্রদের জন্য ১০%-১০০% টিউশন ফি মওকুফ/বৃত্তি। 
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ২৫%-১০০% টিউশন ফি মওকুফ।
  • সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করে ২৫%-১০০% টিউশন ফি মওকুফ।
  • মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য টিউশন ফি ১০০% মওকুফ। 
  • ঢাকা কমার্স কলেজ (ডিসিসি) এবং অধ্যক্ষ কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ২০% মওকুফ উপভোগ করবে।
  • মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া বিইউবিটি শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ২০% মওকুফ।

সহশিক্ষা কার্যক্রম

শুরু থেকেই সহশিক্ষা কার্যক্রমের প্রতি গুরুত্ব দিয়ে আসছে বিইউবিটি। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে তারা গঠন করে থাকে নানা রকমের ক্লাব। এর মধ্যে অন্যতম—

  • বিজনেস ক্লাব
  • কালচারাল ক্লাব
  • ডিবেটিং ক্লাব
  • ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ
  • ক্লাব রোভার স্কাউট
  • স্পোর্টস ক্লাব
  • সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব
  • ইকোনমিক্স ক্লাব
  • আইইইই বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ।

এ ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বিইউবিটি প্রতিষ্ঠা করেছে উন্নত লাইব্রেরি, হলরুম, ক্যাফেটেরিয়া, উপাসনালয়, কমন রুম, খেলার মাঠ এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত