Ajker Patrika

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পিটিয়ে জখম!

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৩২
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পিটিয়ে জখম!

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ওমর ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

পরে রাতেই রিপন হোসেন, মনির হোসেন, মেশকার হোসেন, দেলোয়ার হোসেনসহ কয়েকজনকে আসামি করে রামগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়।

আহত ওমর ফারুক বর্তমানে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন ওমর ফারুক জানান, কয়েক দিন আগে একই এলাকার আবুল খায়েরের মাদকাসক্ত ছেলে রিপন হোসেনকে বাড়ির সামনে মাদক বিক্রির সময় স্থানীয় লোকজনসহ তিনি বাধা দেন। এ সময় তিনি আর মাদক বিক্রি না করার প্রতিশ্রুতি দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ওমর ফারুক আরও বলেন, ‘পরবর্তীকালে বিভিন্ন সময় রিপন হোসেন ও তাঁর লোকজন আমাকে হুমকি দেয়। পরে গত রোববার এশার নামাজের সময় উপজেলার আথাকরা বটতলা নামক স্থানে হারুন মিয়ার চায়ের দোকানে আমি বসে ছিলাম। এ সময় রিপনের নেতৃত্বে ছয়-সাতজন সন্ত্রাসী এসে আমাকে মারধর করে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।’

ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে আমার আত্মীয়স্বজনেরা এসে আমাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতেই আমার স্ত্রীর ভাই আরিফ হোসেন বাদী হয়ে কয়েকজনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।’

তবে এ ব্যাপারে রিপন হোসেন দাবি করেন, ‘জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ওমর ফারুকের বোন জামাইয়ের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে আমরা জানতে পারি, ওমর ফারুক আমাকে গালাগাল করেছেন। রাতে হারুন মিয়ার চায়ের দোকানের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। তবে হামলার সঙ্গে আমরা জড়িত নই।’

রামগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইভা সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত চলছে। ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত