রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
সেতু নির্মাণের এক দশকেও সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে প্রায় অকেজো পড়ে আছে সেতুটি। সম্প্রতি কাবিখা প্রকল্পের মাধ্যমে সেতুর সংযোগস্থলে মাটি ফেলা হয়েছে। এতেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। এতে ভোগান্তিতে পড়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪টি গ্রামের প্রায় ২০০ পরিবার।
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে এবং রামগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার শুরুতে অংহলাপাড়ায় সেতুটি অবস্থিত। ২০১০-১১ অর্থবছরে সেতুটি নির্মাণ করে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। কালভার্ট ও সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সেতুতে বরাদ্দ ছিল ৮০ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, অংহলাপাড়া, শামুকছড়া, কর্মচানপাড়া ও চিনছড়িপাড়া ৪ গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়ক এটি। সেতুর মূল অংশের কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়কের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
রামগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্র উম্রাচিং মারমাসহ কয়েকজন জানান, কয়েক কিলোমিটার হেঁটে তাদের স্কুলে যাওয়া-আসা করতে হয়। রাস্তা খারাপ হওয়ায় কোনো যানবাহন এদিকে আসে না। বর্ষায় এই দুর্ভোগ অনেক বেশি বেড়ে যায়।
অংহলাপাড়ার বাসিন্দা চাইল্যাহ মারমা বলেন, ‘গ্রামের কৃষকের উৎপাদিত পণ্য জগন্নাথপাড়ার মোড় ও আদর্শ গ্রাম ঘুরে বাজারে নিতে হয়। সেতুটি ব্যবহারের উপযোগী ও রাস্তা ঠিক থাকলে কম খরচে, স্বল্প সময়ে আনা-নেওয়া করা যেত। হাসপাতালের রোগী নিতে কষ্ট করতে হয়। অসুস্থ মানুষ মরণাপন্ন হয়ে পড়ে।’
নুরুল আফসার বলেন, ‘পৌরসভা ও ইউনিয়নের মাঝামাঝি হওয়ায় কয়েকটি গ্রাম খুবই অবহেলিত। আমাদের কষ্টের কথা অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি। এলাকার চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলর বলেছেন, রাস্তা হবে। এই সান্ত্বনায় ১০ বছর কেটে গেছে।’
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক বলেন, ‘স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শুনে নির্বাচিত হওয়ার পর অংহলাপাড়া এলাকা পরিদর্শন করেছি। সামনের বাজেটে বরাদ্দের আবেদন করা হবে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তার নির্মাণকাজ শুরু করা হবে।’
পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারিনি। তবে দ্রুত অংহলাপাড়া সেতুর সংযোগস্থলে মাটি ভরাট ও সড়ক নির্মাণ করে দেওয়া হবে।’ তিনি জানান, ওই এলাকায় কয়েকটি সংযোগ সড়কবিহীন সেতু রয়েছে। ক্রমান্বয়ে সেগুলোর সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন তিনি।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা জানান, অংহলাপাড়া এলাকাটি পৌরসভা ও ইউনিয়নের মাঝামাঝি পড়েছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা পরিষদের সমন্বয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে তিনি রামগড়ে যোগ দিয়েছেন। খোঁজ নিয়ে দ্রুত সড়ক মেরামতের প্রতিশ্রুতি দেন তিনি।
সেতু নির্মাণের এক দশকেও সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে প্রায় অকেজো পড়ে আছে সেতুটি। সম্প্রতি কাবিখা প্রকল্পের মাধ্যমে সেতুর সংযোগস্থলে মাটি ফেলা হয়েছে। এতেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। এতে ভোগান্তিতে পড়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪টি গ্রামের প্রায় ২০০ পরিবার।
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে এবং রামগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার শুরুতে অংহলাপাড়ায় সেতুটি অবস্থিত। ২০১০-১১ অর্থবছরে সেতুটি নির্মাণ করে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। কালভার্ট ও সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সেতুতে বরাদ্দ ছিল ৮০ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, অংহলাপাড়া, শামুকছড়া, কর্মচানপাড়া ও চিনছড়িপাড়া ৪ গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়ক এটি। সেতুর মূল অংশের কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়কের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
রামগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্র উম্রাচিং মারমাসহ কয়েকজন জানান, কয়েক কিলোমিটার হেঁটে তাদের স্কুলে যাওয়া-আসা করতে হয়। রাস্তা খারাপ হওয়ায় কোনো যানবাহন এদিকে আসে না। বর্ষায় এই দুর্ভোগ অনেক বেশি বেড়ে যায়।
অংহলাপাড়ার বাসিন্দা চাইল্যাহ মারমা বলেন, ‘গ্রামের কৃষকের উৎপাদিত পণ্য জগন্নাথপাড়ার মোড় ও আদর্শ গ্রাম ঘুরে বাজারে নিতে হয়। সেতুটি ব্যবহারের উপযোগী ও রাস্তা ঠিক থাকলে কম খরচে, স্বল্প সময়ে আনা-নেওয়া করা যেত। হাসপাতালের রোগী নিতে কষ্ট করতে হয়। অসুস্থ মানুষ মরণাপন্ন হয়ে পড়ে।’
নুরুল আফসার বলেন, ‘পৌরসভা ও ইউনিয়নের মাঝামাঝি হওয়ায় কয়েকটি গ্রাম খুবই অবহেলিত। আমাদের কষ্টের কথা অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি। এলাকার চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলর বলেছেন, রাস্তা হবে। এই সান্ত্বনায় ১০ বছর কেটে গেছে।’
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক বলেন, ‘স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শুনে নির্বাচিত হওয়ার পর অংহলাপাড়া এলাকা পরিদর্শন করেছি। সামনের বাজেটে বরাদ্দের আবেদন করা হবে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তার নির্মাণকাজ শুরু করা হবে।’
পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারিনি। তবে দ্রুত অংহলাপাড়া সেতুর সংযোগস্থলে মাটি ভরাট ও সড়ক নির্মাণ করে দেওয়া হবে।’ তিনি জানান, ওই এলাকায় কয়েকটি সংযোগ সড়কবিহীন সেতু রয়েছে। ক্রমান্বয়ে সেগুলোর সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন তিনি।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা জানান, অংহলাপাড়া এলাকাটি পৌরসভা ও ইউনিয়নের মাঝামাঝি পড়েছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা পরিষদের সমন্বয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে তিনি রামগড়ে যোগ দিয়েছেন। খোঁজ নিয়ে দ্রুত সড়ক মেরামতের প্রতিশ্রুতি দেন তিনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫