Ajker Patrika

নির্বাচনের মাঠে উধাও করোনা স্বাস্থ্যবিধি

আলী আকবর সাজু, ভালুকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ২৩
নির্বাচনের মাঠে উধাও করোনা স্বাস্থ্যবিধি

ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে এখন ব্যস্ত প্রার্থীরা। তবে কেউ মানছেন না করোনার বিধিনিষেধ। প্রার্থীদের প্রচারের মাঠে উধাও স্বাস্থ্যবিধি। করোনার সংক্রমণ বেড়ে গেলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই কারোর। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনের মাঠে স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্থানীয় প্রশাসনও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, মানুষ স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ দ্রুত বাড়বে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে দলবেঁধে হাটবাজার ও পাড়া-মহল্লায় ঘুরছেন। তাঁদের কারও মুখে মাস্ক নেই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত শনিবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ৩১ জনের রোগী শনাক্ত হয়। এ ছাড়া গত রোববার ২৩ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দুদিনে উপজেলায় ৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বাড়তে থাকায় উপজেলায় সামনের দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মেহেদী হান্নান বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউপির নির্বাচনে মাঠে রয়েছেন ৫৯৪ জন প্রার্থী। তাঁরা প্রতিদিন উঠান বৈঠক, কর্মিসভা, সমাবেশ ও মিছিল করে লোকের সমাগম ঘটাচ্ছেন। তবে নিশ্চিত করছেন না স্বাস্থ্যবিধি। যাঁর যাঁর ইচ্ছেমতো কার্যক্রম চালাচ্ছেন। হাটবাজারেও মানুষের ঢল।

ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মালেক বলেন, নির্বাচনী প্রচারে কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। হাটবাজারে মুখে মাস্ক ব্যবহার নেই। এতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে প্রশাসন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত