Ajker Patrika

৬ বছর পর প্রধান শিক্ষক পেল বিদ্যালয়

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৯
৬ বছর পর প্রধান শিক্ষক পেল বিদ্যালয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ে ৬ বছর শূন্য থাকা পদে প্রধান শিক্ষক যোগদান করেছেন। তাঁর নাম সাখায়েত হোসেন বিশ্বাস। তিনি গত শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে যোগদানপত্র জমা দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদত হোসেনের কাছে।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন জানান, যোগদানের পরপর বিধি মতে তিনি ছুটি নিয়ে ঢাকা গেছেন। আজ–কালের মধ্যে ফিরে আসবেন স্কুলে।

জানা যায় নানা সংকটে জর্জরিত এ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষকের পদসহ হেড টিচারের পদ শূন্য ছিল। এতে ছাত্র–ছাত্রীদের লেখা–পড়ায় বিঘ্ন ঘটছিল। এ অবস্থায় শনিবার নতুন প্রধান শিক্ষকের যোগদানে শিক্ষার্থীরা যেমন খুশি, তেমনি শিক্ষক–কর্মচারীদের মাঝেও ফিরে এসেছে স্বস্তি।

শিক্ষার্থী আবু নায়িম ঈশান জানান, নতুন প্রধান শিক্ষক আসায় অনেক ভালো লাগেছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত