Ajker Patrika

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৩
দুর্গাপুরে  পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার জান্নাতুন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাতুন উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

জান্নাতুনের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা জানান, তাঁর ভাতিজা সিনহা আক্তার জান্নাতুনের বয়স তিন বছর। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সে বাড়ির বারান্দায় খেলা করছিল। কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় জান্নাতুন। কিছুক্ষণ পর প্রতিবেশী লোকজন পুকুরের পানিতে জান্নাতুনের মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো

হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত