Ajker Patrika

ইংলিশদের সেনেগাল-বাধা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১: ২৮
ইংলিশদের সেনেগাল-বাধা

ফুটবলই হোক আর ক্রিকেট, কয়েক বছর ধরে ইংলিশদের ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্লোগান হয়ে উঠেছে ‘ইটস কামিং হোম’—এটা বাড়ি আসছে। ক্রিকেটে সাফল্য পেলেও ফুটবলে সেই সোনালি শিরোপা কেন যেন ফেরেনি। ইউরোতে না, গত কয়েকটি বিশ্বকাপেও না।

বিশ্বকাপ ফুটবলে সবে তো শুরু হয়েছে শিরোপার দৌড়। আর সেই দৌড়ে ইংলিশদের আজ প্রথম প্রতিপক্ষ ‘আফ্রিকান লায়ন’সেনেগাল। আল বায়েত স্টেডিয়ামের ম্যাচ দিয়ে নকআউট পর্বের চতুর্থ ম্যাচে রাত একটায় মাঠে নামবে দুই দল।

ইংলিশদের অধারাবাহিকতা ভাবাচ্ছে কোচ সাউথ গেটকে। দলের সবার কাছে যে সতর্কবার্তা পাঠিয়েছেন সাউথগেট, সে কথাই বললেন ইংলিশ মিডফিল্ডের ইঞ্জিন ডেকলাইন রাইস, ‘আমরা অনেক কঠিন ও গ্রুপ পর্ব অতিক্রম করেছি। তিনটাই কঠিন প্রতিপক্ষ ছিল। কিন্তু আমরা এখন বড় পরীক্ষার সামনে, সেনেগালও খুবই কঠিন প্রতিপক্ষ।’ হারলেই যেহেতু বিদায়, এ পর্বে জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা, ‘এটা নকআউট পর্ব, এখানে আমরা জিততে চাই। না জিতলেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আমরা সে জন্য এখানে আসিনি।’২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল। এবার আরও বড় লক্ষ্য নিয়েই কাতারে এসেছে হ্যারি কেইন-ফিল ফোডেনরা। তবে সেনেগালও যে বিনা যুদ্ধে মাঠ ছাড়বে না, সে কথা বলার অপেক্ষাই রাখে না। তবে এই ম্যাচে ইংলিশদের সেনেগাল হারাতে পারলে টুর্নামেন্টের অন্যতম সেরা অঘটন হিসেবেই দেখা হবে এটিকে।

ইংলিশদের শুরুর একাদশ কী হতে পারে, এ নিয়ে চলছে তুমুল আলোচনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফিল ফোডেনকে ছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে আবারও তাকে দলে ফেরান সাউথগেট। দলও পেয়েছিল প্রত্যাশিত জয়। নকআউট পর্বেও ফোডেন একাদশেই থাকবে, এমন প্রত্যাশা ইংলিশ ফুটবল সমর্থকেরা। তবে আক্রমণভাগের বাঁ প্রান্তে কে থাকবেন, সে বিষয়ে নিশ্চিত উত্তর পাওয়া যাচ্ছে না। ওয়লসের বিপক্ষে গোল পাওয়ায় এ ম্যাচে শুরু একাদশে ফিরতে পারেন মার্কাস রাশফোর্ডও।

ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেনেগাল শিবিরের আরেকটা দুঃসংবাদ। সংবাদ সম্মেলনেই আসতে পারেননি তাঁদের কোচ আলিও সিসে। কোচ কি অসুস্থ? পরিষ্কার কিছু বলেননি সহকারী কোচ রেগিস বোগেয়ার্ট। তবে তিনি আশাবাদী, সিসে আজ ডাগআউটে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত