Ajker Patrika

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ৫১
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিকে ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে, হতদরিদ্র ৫ জনকে বসতঘর ও ১৭ জন রোগীর মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এ ছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত