খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্যান্টিনের তরকারিতে পোকা পেয়েছেন বলে জানান ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, হলের খাবারে পোকা থাকায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ওই হলের ছাত্রীরা।
রাত সাড়ে ৯ টায় রান্না করা শুঁটকি চিংড়িতে পোকা পান এক ছাত্রী। পরে তিনি অন্যান্য ছাত্রীদেরকে জানালে তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ শুরু করেন। বঙ্গমাতা হলের এক ছাত্রী জানান, রাতে হলের ক্যান্টিন থেকে রান্না করা শুঁটকি চিংড়ি কিনেছিলেন কয়েকজন ছাত্রী। খাওয়ার সময় ফার্মেসি ডিসিপ্লিনের ছাত্রী ফৌজিয়া তাবাচ্ছুম মিম্মা দেখতে পান তাতে পোকা রয়েছে।
তিনি ৭-৮টি পোকা পাওয়ার পর বিষয়টি অন্যান্য ছাত্রীদেরকে বলেন। এ সময়ে হলের সব ছাত্রী ভবনের নিচে নেমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে হলের প্রভোস্টসহ অন্য শিক্ষকেরা এসে ছাত্রীদের রুমে যাওয়ার অনুরোধ করেন।
ছাত্রীরা বলেন, ‘প্রভোস্টের অনুরোধে আমরা রুমে ফিরে এসেছি। তিনি বলেছেন, আমাদের ক্যান্টিনের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে। সেই আশ্বাসে আমরা রুমে চলে এসেছি। নির্দিষ্ট সময়ে তা না হলে আমরা আবারও প্রতিবাদ করবো।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ বলেন, ‘অতিদ্রুত হলের ক্যান্টিন থেকে রাঁধুনি পরিবর্তন করা হবে।’ অপরদিকে হলের ছাত্রীরা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও অপরিচ্ছন্ন খাবারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও হল কর্তৃপক্ষ তাতে সাড়া দিচ্ছেন না।’
উল্লেখ্য, খুবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি দীর্ঘদিন চালু হলেও সেখানে ডাইনিংয়ের কোন ব্যবস্থা নেই। ছাত্রীরা নিয়মিত হলের ক্যন্টিন থেকে খাবার কিনে খেয়ে আসছেন। ক্যান্টিনটি তদারকির দায়িত্বে রয়েছেন হল কর্তৃপক্ষ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্যান্টিনের তরকারিতে পোকা পেয়েছেন বলে জানান ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, হলের খাবারে পোকা থাকায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ওই হলের ছাত্রীরা।
রাত সাড়ে ৯ টায় রান্না করা শুঁটকি চিংড়িতে পোকা পান এক ছাত্রী। পরে তিনি অন্যান্য ছাত্রীদেরকে জানালে তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ শুরু করেন। বঙ্গমাতা হলের এক ছাত্রী জানান, রাতে হলের ক্যান্টিন থেকে রান্না করা শুঁটকি চিংড়ি কিনেছিলেন কয়েকজন ছাত্রী। খাওয়ার সময় ফার্মেসি ডিসিপ্লিনের ছাত্রী ফৌজিয়া তাবাচ্ছুম মিম্মা দেখতে পান তাতে পোকা রয়েছে।
তিনি ৭-৮টি পোকা পাওয়ার পর বিষয়টি অন্যান্য ছাত্রীদেরকে বলেন। এ সময়ে হলের সব ছাত্রী ভবনের নিচে নেমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে হলের প্রভোস্টসহ অন্য শিক্ষকেরা এসে ছাত্রীদের রুমে যাওয়ার অনুরোধ করেন।
ছাত্রীরা বলেন, ‘প্রভোস্টের অনুরোধে আমরা রুমে ফিরে এসেছি। তিনি বলেছেন, আমাদের ক্যান্টিনের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে। সেই আশ্বাসে আমরা রুমে চলে এসেছি। নির্দিষ্ট সময়ে তা না হলে আমরা আবারও প্রতিবাদ করবো।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ বলেন, ‘অতিদ্রুত হলের ক্যান্টিন থেকে রাঁধুনি পরিবর্তন করা হবে।’ অপরদিকে হলের ছাত্রীরা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও অপরিচ্ছন্ন খাবারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও হল কর্তৃপক্ষ তাতে সাড়া দিচ্ছেন না।’
উল্লেখ্য, খুবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি দীর্ঘদিন চালু হলেও সেখানে ডাইনিংয়ের কোন ব্যবস্থা নেই। ছাত্রীরা নিয়মিত হলের ক্যন্টিন থেকে খাবার কিনে খেয়ে আসছেন। ক্যান্টিনটি তদারকির দায়িত্বে রয়েছেন হল কর্তৃপক্ষ।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৬ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪