Ajker Patrika

নতুন শিল্পীদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত

মীর রাকিব হাসান
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০: ৩৪
নতুন শিল্পীদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত

বেশ কিছু সিনেমার মুক্তি আটকে আছে শুনলাম?
হ্যাঁ। ‘শান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’, ‘মাসুদ রানা’ ও ‘গলুই’। এর মধ্যে ‘শান’ ছবিটি বছরের শুরুতে মুক্তির কথা ছিল। মুক্তির দুই দিন আগে স্থগিত করা হয়। খবরটা শুনে বেশ ভেঙে পড়েছিলাম। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেলে দর্শক লুফে নিত। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এম রাহিম। কিন্তু কী করার! এটাই এখন বাস্তবতা।

নতুন সিনেমার খবর কী?
গত দুই বছরে অনেক কিছুই বদলে গেছে। আগে সিনেমার জন্য অডিশন হতো, মিটিং হতো, নানা রকমের প্রস্তুতি নিতে হতো। এরপর সময় নিয়ে শুটিং করা হতো। বছরজুড়ে ব্যস্ততা ছিল। এখন মুক্তির জন্য সিনেমাই আটকে আছে কতগুলো! এর মাঝে আবার নতুন কাজের জন্য বলছেন কেউ কেউ। কিন্তু হুট করে কিছু করছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার জন্য শিডিউল দেওয়া নেই, নতুন কোনো সিনেমা মুক্তিরও খবর নেই।

বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন?
সিনেমার মানুষের আসলে ভেঙে পড়ার কিছু নেই। সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। রোজ মনমতো কাজের অফার আসবে না। নিয়মিত ব্যস্ত থাকাও সম্ভব হবে না। তবু কাজ করতে হবে। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই যে বড় সিনেমাগুলো মুক্তি পাওয়া শুরু হচ্ছিল। ইন্ডাস্ট্রির মানুষের যেন উৎসব শুরু হয়েছিল। আবার সব বন্ধ হয়ে গেছে, সবার মুখের হাসি চলে গেছে। এটাই সত্যি। শিগগিরই আবার ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন মুখর। আপনার প্রত্যাশা কী?
এখনো শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। নির্বাচনের পরপরই সদস্য হব। রাজনীতি আমি একদমই বুঝি না। কে জিতল সেটা আমার কাছে বড় বিষয় নয়। যাঁরাই নির্বাচন করছেন, তাঁরা আমার গুরুজন। সবাইকে শ্রদ্ধা করি। তবে আমার মনে হয়, শিল্পীদের মাঝে আরও একতা থাকা উচিত।

নতুনদের জন্য কিছু করণীয় আছে বলে মনে করেন?
নতুনদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত। দেশীয় যাঁরা গুরুজন আছেন, এমনকি বিদেশি শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। কাজে উৎসাহ জোগাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত