মীর রাকিব হাসান
বেশ কিছু সিনেমার মুক্তি আটকে আছে শুনলাম?
হ্যাঁ। ‘শান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’, ‘মাসুদ রানা’ ও ‘গলুই’। এর মধ্যে ‘শান’ ছবিটি বছরের শুরুতে মুক্তির কথা ছিল। মুক্তির দুই দিন আগে স্থগিত করা হয়। খবরটা শুনে বেশ ভেঙে পড়েছিলাম। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেলে দর্শক লুফে নিত। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এম রাহিম। কিন্তু কী করার! এটাই এখন বাস্তবতা।
নতুন সিনেমার খবর কী?
গত দুই বছরে অনেক কিছুই বদলে গেছে। আগে সিনেমার জন্য অডিশন হতো, মিটিং হতো, নানা রকমের প্রস্তুতি নিতে হতো। এরপর সময় নিয়ে শুটিং করা হতো। বছরজুড়ে ব্যস্ততা ছিল। এখন মুক্তির জন্য সিনেমাই আটকে আছে কতগুলো! এর মাঝে আবার নতুন কাজের জন্য বলছেন কেউ কেউ। কিন্তু হুট করে কিছু করছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার জন্য শিডিউল দেওয়া নেই, নতুন কোনো সিনেমা মুক্তিরও খবর নেই।
বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন?
সিনেমার মানুষের আসলে ভেঙে পড়ার কিছু নেই। সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। রোজ মনমতো কাজের অফার আসবে না। নিয়মিত ব্যস্ত থাকাও সম্ভব হবে না। তবু কাজ করতে হবে। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই যে বড় সিনেমাগুলো মুক্তি পাওয়া শুরু হচ্ছিল। ইন্ডাস্ট্রির মানুষের যেন উৎসব শুরু হয়েছিল। আবার সব বন্ধ হয়ে গেছে, সবার মুখের হাসি চলে গেছে। এটাই সত্যি। শিগগিরই আবার ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন মুখর। আপনার প্রত্যাশা কী?
এখনো শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। নির্বাচনের পরপরই সদস্য হব। রাজনীতি আমি একদমই বুঝি না। কে জিতল সেটা আমার কাছে বড় বিষয় নয়। যাঁরাই নির্বাচন করছেন, তাঁরা আমার গুরুজন। সবাইকে শ্রদ্ধা করি। তবে আমার মনে হয়, শিল্পীদের মাঝে আরও একতা থাকা উচিত।
নতুনদের জন্য কিছু করণীয় আছে বলে মনে করেন?
নতুনদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত। দেশীয় যাঁরা গুরুজন আছেন, এমনকি বিদেশি শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। কাজে উৎসাহ জোগাবে।
বেশ কিছু সিনেমার মুক্তি আটকে আছে শুনলাম?
হ্যাঁ। ‘শান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’, ‘মাসুদ রানা’ ও ‘গলুই’। এর মধ্যে ‘শান’ ছবিটি বছরের শুরুতে মুক্তির কথা ছিল। মুক্তির দুই দিন আগে স্থগিত করা হয়। খবরটা শুনে বেশ ভেঙে পড়েছিলাম। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেলে দর্শক লুফে নিত। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এম রাহিম। কিন্তু কী করার! এটাই এখন বাস্তবতা।
নতুন সিনেমার খবর কী?
গত দুই বছরে অনেক কিছুই বদলে গেছে। আগে সিনেমার জন্য অডিশন হতো, মিটিং হতো, নানা রকমের প্রস্তুতি নিতে হতো। এরপর সময় নিয়ে শুটিং করা হতো। বছরজুড়ে ব্যস্ততা ছিল। এখন মুক্তির জন্য সিনেমাই আটকে আছে কতগুলো! এর মাঝে আবার নতুন কাজের জন্য বলছেন কেউ কেউ। কিন্তু হুট করে কিছু করছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার জন্য শিডিউল দেওয়া নেই, নতুন কোনো সিনেমা মুক্তিরও খবর নেই।
বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন?
সিনেমার মানুষের আসলে ভেঙে পড়ার কিছু নেই। সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। রোজ মনমতো কাজের অফার আসবে না। নিয়মিত ব্যস্ত থাকাও সম্ভব হবে না। তবু কাজ করতে হবে। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই যে বড় সিনেমাগুলো মুক্তি পাওয়া শুরু হচ্ছিল। ইন্ডাস্ট্রির মানুষের যেন উৎসব শুরু হয়েছিল। আবার সব বন্ধ হয়ে গেছে, সবার মুখের হাসি চলে গেছে। এটাই সত্যি। শিগগিরই আবার ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন মুখর। আপনার প্রত্যাশা কী?
এখনো শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। নির্বাচনের পরপরই সদস্য হব। রাজনীতি আমি একদমই বুঝি না। কে জিতল সেটা আমার কাছে বড় বিষয় নয়। যাঁরাই নির্বাচন করছেন, তাঁরা আমার গুরুজন। সবাইকে শ্রদ্ধা করি। তবে আমার মনে হয়, শিল্পীদের মাঝে আরও একতা থাকা উচিত।
নতুনদের জন্য কিছু করণীয় আছে বলে মনে করেন?
নতুনদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত। দেশীয় যাঁরা গুরুজন আছেন, এমনকি বিদেশি শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। কাজে উৎসাহ জোগাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪