Ajker Patrika

মাটি ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১১: ৪৪
মাটি ব্যবসায়ীর হাত-পা   ভেঙে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি ব্যবসায়ীকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর পুকুরের মাটি বিক্রির চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের। ওই সময় টাকাও দেন তাঁদের। তবে মাটি কাটার আগেই বৃষ্টি শুরু হয়। চুক্তি অনুযায়ী, এ বছর মাটি কাটার কথা জাহাঙ্গীরের। রোববার পুকুর দেখতে আসেন তিনি। এসে দেখেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ভেকু নামিয়ে পুকুরের মাটি কাটছে। বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় উভয়ের মধ্যে। একপর্যায়ে তাঁরা জাহাঙ্গীর হোসেনকে মারতে থাকেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর পুকুরের মাটি বিক্রি করার জন্য চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে। টাকাও দেওয়া হয়। সে অনুযায়ী এ বছর মাটি কাটার কথা। রোববার পুকুর দেখতে এসে দেখি ভেকু দিয়ে পুকুরের মাটি কাটা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে তাঁরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তোয়াজ উদ্দিন, তাঁর ছেলে পারভেজ, ভাতিজা রয়েলসহ কয়েকজন আমার ওপর হামলা করেন। তাঁরা পিটিয়ে আমার হাত-পা ভেঙে দেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করেন।

এদিকে, পাল্টা অভিযোগ করেছেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তাঁরা বলেন, গত বছর মাটি কাটার জন্য চুক্তি হয়। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। তাঁরা চুক্তি মোতাবেক কাজ শেষ করতে পারেননি। এতে করে আমরা দেড় লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। আর তাঁদের সঙ্গে মাটি নিয়ে কোনো চুক্তি ছিল না। চুক্তি হয়েছিল ভাটা মালিক সাত্তার মিয়ার সঙ্গে। তাঁরা আমার কাছে চাঁদা দাবি করতে এসেছিলেন। চাঁদা না পেয়ে মারতে যান। এ সময় ধস্তাধস্তিতে হাত-পা ভেঙে যেতে পারে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, দুই পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত