Ajker Patrika

কমতে পারে মেগা সিরিয়ালের দৈর্ঘ্য

কমতে পারে মেগা সিরিয়ালের দৈর্ঘ্য

কলকাতার টিভি সিরিয়ালগুলোতে নীরবে একটা বদল হচ্ছে। জি বাংলা, স্টার জলসা কিংবা কালারস বাংলার মতো চ্যানেলগুলোতে কমে আসছে মেগা সিরিয়ালের দৈর্ঘ্য। টিআরপি-দৌড়ে পেরে উঠতে না পেরে অনেক সিরিয়াল কম সময়ে থেমে যাচ্ছে। যেখানে আগে বছরের পর বছর জনপ্রিয়তা নিয়ে টিকে থাকত। কিন্তু অত দিন ধরে চলা সিরিয়ালের সংখ্যা এখন বেশ কম।

দর্শকদের একান্ত করে নেওয়ার সান্ধ্য বিনোদনের নাম হলো মেগা সিরিয়াল। যেটা বিশেষত মধ্যবিত্ত বাঙালি পরিবারের কিশোরী থেকে শুরু করে মা-কাকি-দাদিদের অনেক না পাওয়ার যন্ত্রণা ভুলিয়ে দেয়। প্রায় সাড়ে তিন দশক ধরে বাঙালির সন্ধ্যার একচেটিয়া দখল নিয়েছে এ মাধ্যম। কিন্তু এই ওয়েব কনটেন্টের রমরমা সময়েও কি মেগা সিরিয়ালের আকর্ষণ একই রকম আছে? একই আছে তার প্রোটাগনিস্টের ক্যারিশমা?

মেগা সিরিয়ারের অন্যতম প্রযোজক ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের মতে, ‘এই ক্যারিশমা আজও অব্যাহত, তবে আমরা বোধ হয় একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে মেগা সিরিয়াল তার ভাবধারা বদল করছে। একজন নয়, অচিরেই আমরা হয়তো চার-পাঁচজন নায়ক-নায়িকার গল্পে চলে যাব, যেখানে কনসেপ্টই হবে হিরো। সিরয়ালের দৈর্ঘ্যই হবে তিন থেকে চার মাস।’

‘মাধবীলতা’ সিরিয়ালের দৃশ্যএকসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘আদর্শ হিন্দু হোটেল’-এর পরিচালক রাজা সেন সাহিত্যের পক্ষে। তাঁর মতে, ‘সাহিত্যনির্ভরতাই বাংলা সিরিয়ালের অতীত ও ভবিষ্যৎ। গল্পের অভাবে শিগগিরই আমাদের হয়তো আবার সাহিত্যের দরবারেই ফিরতে হবে, তাতে আখেরে দর্শকদেরই লাভ হবে।’

দর্শকদের মধ্যেও পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। কিছুদিন আগেও ভাবা যায়নি ওটিটি প্ল্যাটফর্ম এত দ্রুত দর্শকদের মন কেড়ে নেবে, যেখানে নিত্যনতুন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। নব্বইয়ের দশক থেকে বহু জনপ্রিয় সিরিয়ালের পরিচালক মনীশ ঘোষ এই পরীক্ষা-নিরীক্ষারই পক্ষে। তাঁর মতে, ‘দর্শক বোধ হয় অন্য কিছু চাইছেন। ড্রয়িংরুম আর রান্নাঘরের কূটকচালি ছেড়ে তারা প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের সাবলীল কাহিনিরই পক্ষে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত