Ajker Patrika

সাগরদাঁড়িতে রেলপথ নির্মাণের দাবিতে আবারও মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৬
Thumbnail image

কেশবপুরের সাগরদাঁড়িতে রেলপথ নির্মাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে সাগরদাঁড়ি পর্যটনকেন্দ্রের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক আব্দুল হামিদ, আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক মনতোষ দাস, সাগরদাঁড়ির আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান তাছু, শিক্ষার্থী ইমরান হোসেন, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী ওজিয়ার রহমান, উজ্জ্বল দত্ত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা যশোরের বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুরের সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি জানান। বক্তারা বলেন, ‘এ পথ দিয়ে রেললাইন নির্মাণ করা হলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি ভ্রমণে পর্যটকদের সুবিধা হবে। এ ছাড়া অর্থনীতি ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।’

এর আগে গত সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ দৌলত বিশ্বাস চত্বরে রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত