Ajker Patrika

বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২: ৪১
বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত আমন মৌসুমে উপজেলায় ২ হাজার ৯৮৬ হেক্টর জমিতে আমন চাষ করা হয়। কিন্তু এবার বৃষ্টি না থাকায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ করতে পারেননি কৃষক। উপজেলার মধ্য তিনটহরী এলাকার বড় বড় বিলে হালচাষ দিয়ে রাখা হলেও পানির অভাবে জুলাই মাসের শেষ মুহূর্তে এসেও চারা রোপণ করা যায়নি। ফলে বীজতলায় আমন ধানের চারা নষ্ট হচ্ছে। ১০০০ হেক্টরে আংশিক চারা রোপণ করা হয়েছে।

প্রান্তিক কৃষক মংতু মারমা বলেন, ‘তিনটহরী বাজারের পূর্ব পাশের এ বিলে ৩০ শতক জমি বর্গায় চাষ করেছি। চারার বয়স ৩৩ দিন পেরিয়ে যাচ্ছে। পানির অভাবে চারা রোপণের সুযোগ হচ্ছে না। পানি সেচের ব্যবস্থাও নেই।’

কেকরাছড়ি বিলের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না। এটা আমাদের আশাহত করেছে। এ বছর আমন চাষে ভরাডুবির আশঙ্কা দেখা দিয়েছে।’

কুমারী বিলের কৃষক ও ইউপি সদস্য কংচাইরী মারমা বলেন, ‘আমাদের এ বিলে প্রায় ২০০ হেক্টরের বেশি চাষযোগ্য জমি আছে। অথচ সেচ সুবিধা নেই। বীজতলায় চারার বয়স বেড়ে যাচ্ছে। সেচ সুবিধা নিশ্চিত করতে কৃষি বিভাগের সুদৃষ্টি কামনা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান বলেন, ‘এ বছর আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিএডিসি কর্তৃপক্ষ কৃষি অফিসের সঙ্গে কোনো কাজে সমন্বয় করে না। ফলে প্রান্তিক কৃষকের কাছে সেচ সুবিধা পৌঁছায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত