আতিক জাফর
ব্যাংকের লিখিত পরীক্ষায় সাধারণত ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। মূলত লিখিত পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্যাটার্নে বাংলা রচনা (২৫), ইংরেজি রচনা (৩৫), গণিত (৩৫), সাধারণ জ্ঞান (৩০), বাংলা এবং ইংরেজি অনুবাদ (৪০), প্রিসাইজ/সামারি (১৫), প্যাসেজ/অ্যাপ্লিকেশন (২০) বরাদ্দ থাকে।
রচনা/ফোকাস রাইটিং/আরগুমেন্ট রাইটিং
বাংলা ও ইংরেজি দুই ধরনের রচনা থাকে, যাতে ৬০ নম্বরের মতো বরাদ্দ থাকে। সাধারণত সাম্প্রতিক বা অর্থনীতি রিলেটেড রচনা/ ফোকাস রাইটিং বা আরগুমেন্ট রাইটিং দিয়ে থাকে। আসন্ন পরীক্ষার জন্য যে টপিকগুলো আসতে পারে।
অনুবাদ (বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা)
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
সাধারণ জ্ঞান/শর্ট নোট
সাধারণ জ্ঞান বর্তমান ব্যাংক পরীক্ষায় ট্রাম কার্ড হিসেবে কাজ করে। এককথায় প্রকাশের মতো ১০ / ১৫টি প্রশ্ন থাকে, যাতে ৩০ নম্বর বরাদ্দ থাকে। বাংলায় সাধারণ জ্ঞান না পরে ইংরেজিতে পড়তে হবে, সঙ্গে বানানটাও দেখে নেবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন পুরস্কার, ব্যাংকিং টার্মস, দিবস, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, রাজধানীর নাম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিস্তারিত তথ্য দেখে যেতে হবে। শর্ট নোটে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে উত্তর করা যায় সহজেই।
গণিত
বর্তমান পরীক্ষাগুলোতে গণিত এবং সাধারণ জ্ঞান তুরুপের তাসের মতো। যাঁদের এই সেক্টরে ভালো অবস্থান তাঁরা সব সময় এগিয়ে থাকবেন। গণিত ৫-৭টি পর্যন্ত হয়ে থাকে।
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
গুরুত্বপূর্ণ হিসেবে সিরিয়াল টপিকগুলো হলো Profit and loss, percentage, time and work, speed/distance, Interest, set, series, Measurement, Geometry (basic), Equation, Algebra এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।
রিডিং প্যাসেজ
সমসাময়িক বা অর্থনীতি রিলেটেড প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ৪-৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে প্যাসেজ থেকে সরাসরি কোনো উত্তর কপি করা যাবে না। নিজের ভাষায় প্যাসেজের লেখাটাকে প্যারাফ্রেইস করতে হবে।
লেটার/অ্যাপ্লিকেশন রাইটিং
বিজনেস লেটারের ফরম্যাটগুলো বাজারের বিভিন্ন বই থেকে দেখে নেবেন। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন হলে কিছু ফ্যাকাল্টি সব সময় লেটার বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাই ফরম্যাট কোনোভাবে ভুল হলে নম্বর বেশি কাটা যাবে।
সামারি/প্রিসিস রাইটিং
নিয়ম মেনে মূল প্যাসেজের ১ / ৩ অংশের সাইজে উত্তর করবেন। স্পেলিং ও গ্রামার ভুল না করলে ভালো নম্বর পেতে পারেন।
শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগের সাত-দশ দিন সময়ে পুরো লিখিত প্রস্তুতি কোনোভাবে সম্ভব নয়; তবে এ সময়ে নিয়মিত সব বিষয় আয়ত্তে আনতে হবে। যেমন
লিখিত পরীক্ষায় ধৈর্য ধরে দুই ঘণ্টা ফুল আন্সার করতে পারলেই মোটামুটি একটা শক্ত অবস্থানে থাকা যায়। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: অনিসুল ইসলাম নাঈম
ব্যাংকের লিখিত পরীক্ষায় সাধারণত ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। মূলত লিখিত পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্যাটার্নে বাংলা রচনা (২৫), ইংরেজি রচনা (৩৫), গণিত (৩৫), সাধারণ জ্ঞান (৩০), বাংলা এবং ইংরেজি অনুবাদ (৪০), প্রিসাইজ/সামারি (১৫), প্যাসেজ/অ্যাপ্লিকেশন (২০) বরাদ্দ থাকে।
রচনা/ফোকাস রাইটিং/আরগুমেন্ট রাইটিং
বাংলা ও ইংরেজি দুই ধরনের রচনা থাকে, যাতে ৬০ নম্বরের মতো বরাদ্দ থাকে। সাধারণত সাম্প্রতিক বা অর্থনীতি রিলেটেড রচনা/ ফোকাস রাইটিং বা আরগুমেন্ট রাইটিং দিয়ে থাকে। আসন্ন পরীক্ষার জন্য যে টপিকগুলো আসতে পারে।
অনুবাদ (বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা)
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
সাধারণ জ্ঞান/শর্ট নোট
সাধারণ জ্ঞান বর্তমান ব্যাংক পরীক্ষায় ট্রাম কার্ড হিসেবে কাজ করে। এককথায় প্রকাশের মতো ১০ / ১৫টি প্রশ্ন থাকে, যাতে ৩০ নম্বর বরাদ্দ থাকে। বাংলায় সাধারণ জ্ঞান না পরে ইংরেজিতে পড়তে হবে, সঙ্গে বানানটাও দেখে নেবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন পুরস্কার, ব্যাংকিং টার্মস, দিবস, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, রাজধানীর নাম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিস্তারিত তথ্য দেখে যেতে হবে। শর্ট নোটে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে উত্তর করা যায় সহজেই।
গণিত
বর্তমান পরীক্ষাগুলোতে গণিত এবং সাধারণ জ্ঞান তুরুপের তাসের মতো। যাঁদের এই সেক্টরে ভালো অবস্থান তাঁরা সব সময় এগিয়ে থাকবেন। গণিত ৫-৭টি পর্যন্ত হয়ে থাকে।
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
গুরুত্বপূর্ণ হিসেবে সিরিয়াল টপিকগুলো হলো Profit and loss, percentage, time and work, speed/distance, Interest, set, series, Measurement, Geometry (basic), Equation, Algebra এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।
রিডিং প্যাসেজ
সমসাময়িক বা অর্থনীতি রিলেটেড প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ৪-৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে প্যাসেজ থেকে সরাসরি কোনো উত্তর কপি করা যাবে না। নিজের ভাষায় প্যাসেজের লেখাটাকে প্যারাফ্রেইস করতে হবে।
লেটার/অ্যাপ্লিকেশন রাইটিং
বিজনেস লেটারের ফরম্যাটগুলো বাজারের বিভিন্ন বই থেকে দেখে নেবেন। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন হলে কিছু ফ্যাকাল্টি সব সময় লেটার বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাই ফরম্যাট কোনোভাবে ভুল হলে নম্বর বেশি কাটা যাবে।
সামারি/প্রিসিস রাইটিং
নিয়ম মেনে মূল প্যাসেজের ১ / ৩ অংশের সাইজে উত্তর করবেন। স্পেলিং ও গ্রামার ভুল না করলে ভালো নম্বর পেতে পারেন।
শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগের সাত-দশ দিন সময়ে পুরো লিখিত প্রস্তুতি কোনোভাবে সম্ভব নয়; তবে এ সময়ে নিয়মিত সব বিষয় আয়ত্তে আনতে হবে। যেমন
লিখিত পরীক্ষায় ধৈর্য ধরে দুই ঘণ্টা ফুল আন্সার করতে পারলেই মোটামুটি একটা শক্ত অবস্থানে থাকা যায়। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: অনিসুল ইসলাম নাঈম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪