Ajker Patrika

মৈনটঘাট-গোপালপুর লঞ্চ সার্ভিস চালু

দোহার (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার দোহারে মৈনটঘাট থেকে ফরিদপুরের গোপালপুর পর্যন্ত লঞ্চ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ‘মিনি কক্সবাজার’ খ্যাত মৈনটঘাটে এর উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। পরে দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুরেও এর উদ্বোধন অনুষ্ঠান হয়।

উদ্বোধনের পর নারিশা এক্সপ্রেস নামে একটি লঞ্চ প্রথম গোপালপুরের উদ্দেশে মৈনটঘাট ছেড়ে যায়। প্রথম দিন যাত্রীদের বিনা মূল্য যাতায়াতের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভাড়ার ব্যাপারে এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

যাত্রীরা জানান, আগে অনেক টাকা দিয়ে পদ্মা নদী পাড়ি দিতে হতো। আবার স্পিডবোটে গেলেও যাত্রীর জন্য বসে থাকতে হতো।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক বলেন, ফরিদপুর উপজেলার সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার মানুষের রাজধানীতে যাতায়াতের সুবিধার্থে গোপালপুর থেকে মৈনটঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিসের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। এর জন্য ১১টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুটি টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে লঞ্চ ছাড়বে। ঘাটটি শিমুলিয়া নদীবন্দরের আওতাভুক্ত থাকবে।

উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ট্রাফিক এনামুল হক ভূঁইয়া, উপপরিচালক (পরিবহন বিভাগ) মো. মিজানুর রহমান, স্থানীয় বন্দর কর্মকর্তা মামুন উর রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত